Feb 28, 2019

লালসার অপমৃত্যু

Edit Posted by with No comments


লালসার অপমৃত্যু
সৌরদীপ বর্দ্ধন

বহুদিন তোমার মুখ দেখিনি আমি,
বহুদিন ধরে শরীর দেখতে গিয়ে মুখ দেখিনি আমি।
তোমার ডান গালের নিচে থুঁতনি বরাবর তিল টা দেখিনি।
ভেজা খোলা চুল কিংবা আলতা মাখা পা দেখিনি একবারও।
তোমার বুকে হাত বোলাতে গিয়ে কোনোদিনও কাছে টানিনি,
টানলে বুঝতাম তোমার চুল নেমে এসেছে কোমড় অব্দি।
তোমার শরীরে হারিয়ে গিয়েও
বুঝে উঠতে পারিনি কতটা গভীরে গেলে গভীরতায় পৌছানো যায়!
তোমার মুক্ত যোনী আমার কাছে যৌনতা আর রক্তিম কামনা বরাবর
অথচ যা সভ্যতা তৈরী করেছে ছয় হাজার বছর আগে।
আমি তোমার শারীরিক জগতের অধিকর্তা হয়েও তোমায় পাইনি একবারও।
তোমার সভ্যতার বিপ্লব ঘটিয়ে দেবার ক্ষমতা আমার ছিল না,
ওটা সহজাত হলেও সম্ভবপর হত।
আমি বিপ্লবী নই,
আমি চোরা মুখ করে পালিয়ে আসা কাপুরুষ।
আমায় ক্ষমা কোরো ধরিত্রী।


Feb 24, 2019

নেট ফড়িং সংখ্যা ৭৭

Edit Posted by with No comments

Feb 22, 2019

আমার সব ভাবনার শেষে

Edit Posted by with No comments


আমার সব ভাবনার শেষে
ধ্রুবজ্যোতি সরকার

আমি দেখেছি তোমায়,
রূপের মাধুরী গাঁথায়,
নীল প্রেমের খাতায়,
হৃদয় চক্ষু দিয়ে দেখেছি তোমায়
তুমি স্বপ্নেরও মাঝে ছিলে,
আকাশমেঘেরও কোলে,
গোলাপ গাছেরও তলে,
তুমি ব্যাকুল নয়নে বসে ছিলে।।
নীল মেঘের খামে,
প্রেমের পত্র দিয়ে,
অন্তরের কাব্য-নদে,
ডেকেছি তোমায় মনের রংধনুতে ।।

অজানা ওই ভোরের পাখি,
সাদা পাতায় আকিবুকি,
ডাকবাক্সে প্রেমের বৃষ্টি,
গুটি পায়ে এগোতে থাকি
শীত শিশির সকালে,
মন হলুদ গোলাপে,
স্বপ্ন ময়ূর পালকে,
থাকো তুমি মনের অন্তপুরে।।
কি জানি  দিন আসবে কবে,
মনের এই স্বপ্ন-রাতে,
কিন্তু রও তুমি মন-নিভৃতে,
আমার সব ভাবনার শেষে।।


আবেগী ভালোবাসা

Edit Posted by with No comments


আবেগী ভালোবাসা
প্রসেনজিৎ রায়

এখন আকাশে চাঁদ ওঠে না
অন্ধকারে ঢেকে গেছে চারিদিক
তারাদের মাঝে কোথায় হারিয়ে গেলে?
খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বসে পরেছি
দুর্গম পাহাড়ের পাদদেশে

ঘুমের জন্য লিপ্ত নই
মোমবাতি জ্বেলে তোমায় খুঁজেছি
সিগারেটের ধোঁয়ায় মেরে ফেলেছি দেহের অন্তত
তোমায় না পাওয়ার জ্বালায় কেঁদে হয়েছি পাগল

তোমায় দেখতে চাই, সূর্য ওঠার আগে
মিষ্টি হাসি দিয়ে এসো আমার ঘরে
দেখেছি  আবার নতুন আশা, জাগছে আমার মনে
তোমার অভিমান ধ্বংস করে
বাসবো আমি ভালো
সীমাহীন যন্ত্রণা বাঁধা বুকে
একটু হাসি দিও



Feb 17, 2019

নেট ফড়িং সংখ্যা ৭৬

Edit Posted by with 3 comments

Feb 14, 2019

রুদ্রের প্রেমিকা

Edit Posted by with No comments


রুদ্রের প্রেমিকা
লগ্নজিতা দাশগুপ্ত 

আমি রুদ্রের প্রেমিকা হবো,,,
দুঃখকে জড়িয়ে ধরবো,,,
অপেক্ষাকে গলায় লাগাবো,,,
আমি রুদ্রের প্রেমিকা হবো...
দিনের শেষে ওর তান্ডবরসে শিক্ত
হবো,,,ওই আগুনের উষ্ণতা মনে
লাগাবো,,,আমি রুদ্রের প্রেমিকা হবো...
আমি তোর গায়ের ছাঁইভস্ম হবো...
ওই শ্বশানচারীর আমি শব হবো...
ওহে জোটাধারী আমি তোর
জোটা হবো,,,আমি তোর
প্রেমিকা হবো রুদ্র...
তোর হয়ে নয় বিষটা আমি পান করবো,
নইলে তোর নীলকণ্ঠটা নয় আমার নামে
করে নেবো...
আমি তবুও রুদ্রের প্রেমিকা হবো....


প্রিয়তমা

Edit Posted by with No comments

প্রিয়তমা
ইমানুয়েল হক

শান্তস্নিগ্ধ সাকালবেলায় রক্তিম সূর্যদয়,
আর সেই স্বর্ণালী কিরণগুলো যখন -
হিমালয়-তরাই-ডুয়ার্স অতিক্রম করে
অপরূপ বাংলার সবুজ সৌন্দর্যের মাঝে
এক নিষ্কলুষ জলবিন্দু-কে স্পর্শ করে ,
সেই মনোহর ঝলমলে মুক্তোময় দ্যুতি
আমায় তোমার মুখখানি মনে করিয়ে দেয়।
চারিদিকে লাল-নীল-হলুদ সুগন্ধী ফুলের
সমারোহে যেন শুধু তোমার-ই রঙীন ছোয়া!
মনমুগ্ধকর স্নিগ্ধশীতল প্রাণজুড়ানো হাওয়াতে
অনুভব করি তোমার কোমল ভালোবাসার স্পর্শ!
পড়ন্ত-বিকেলে ক্লান্ত-তেজহীন সূর্যাস্তের দৃশ্য
তোমার প্রাণকাড়া মিষ্টি হাসিকে স্মরণ করিয়ে দেয়!!
রাতের আকাশে আলোকোজ্জ্বল তারাগুলো বলে দেয়
তোমার মায়াবী চোখদুটির অন্তহীন উষ্ণ ভালোবাসা !
জোস্না রাতে চন্দ্র-মেঘের লুকোচুরি খেলায় মনে পড়ে
তোমার-আমার সেই মধুময় দুষ্টু-মিষ্টি স্মৃতিগুলো !
সকলে যেভাবে প্রতীক্ষায় থাকে মনোরম বসন্তের আশায়,
আমিও তেমনী আপেক্ষায় থাকি তোমার হাসিমুখে
একটুখানি অন্তরঙ্গ-অন্তহীন ভালোবাসার স্পর্শের ছোঁয়ায় !!


এক আধুরি সি কাহানি

Edit Posted by with No comments


এক আধুরি সি কাহানি
নাহিদা

পশ্চিমের ঝুল বারান্দাটা আজ সাজিয়েছি খুব সুন্দর করে,
যেন তারায় ভরা মেঘের মহল...
কথার ভাঁজে আমি মন লুকিয়ে রাখি,
একলা বিকেলে ওরাও যেন পালাতে চায়।
প্রিয়, তুমি আর রাত জাগো না তাই না?
রাত জেগেই আর হঠাৎ....!!
পড়ন্ত বিকেলে একলা ট্রামের মতো তুমি একলা হেঁটে যাও পাশ দিয়ে,
চোখের কোণে অশ্রু জমে, তুমি আর ফিরে তাকাও না...
জানো প্রিয়, ঈশান কোণে আজ আর মেঘ জমে না, সব মেঘ সেদিন সেই সরোবরের জলে ভাসিয়ে দিয়েছি, ডায়েরী ভর্তি হয় এখন শুধু লাল,নীল কালির আচড়ে,
আর গভীর রাতে আওড়াই "এক আধুরি সি কাহানি"...
আমি স্বপ্ন বুনে চলি প্রিয়, হ্যাঁ তোমার নামেই আজও কত স্বপ্ন দেখি ঘুমের মাঝে,
না...ভয় পেলে তোমার নাম ধরে ডাকতে পারি না আমি,
ঘুম ভেঙ্গে উঠে জানালা খুলে আনমনে কুয়াশা গিলি শুধু,
বোকা কান্না গুলোকে চেপে ধরে দুচোখের আলমারিতে ভাঁজ করে রেখে দেই।
আমার চিলেকোঠা থেকে এখন তোমার বাড়ির ছাদটা স্পষ্ট দেখা যায়,
মাঝে মাঝে রাতের বেলায় শুনতে পাই তোমার শান্ত গলায় "শোন অভ্যাস বলে কিছু হয় না এ পৃথিবীতে...."
কখনও দেখি সন্ধ্যাবেলায় ব্যালকনিতে বসে সুর তোলো গিটারে....,
আমি কাঁচের জানালার ফাঁক দিয়ে দেখি কেবল, আর তোমার সুরে মিথ্যেই বোধহয় তোমাকে খুঁজে চলি।
আচ্ছা প্রিয়....তুমি কোনোদিনও ভেবেছো পোড়ামুখী কে নিয়ে??
কখনও স্বপ্ন দেখেছো আমায় ঘিরে?? বড্ড জানতে ইচ্ছে করে জানো....
রাতের পর রাত জেগে কাটিয়েছো কখনও নির্বাক নিশ্চুপ ঘরে?
নিশুতি রাতে একলা "একবার বল তোর কেউ নেই তোর কেউ নেই..." শুনে ভয়ে কেঁপেছো কখনও?
আর কোনদিনও আমার খবর নিও না প্রিয়,
দুচোখের পাতার আড়ালে আর কোনোদিনও রক্তাভ লাল যেন কেউ না দেখে ফেলে,
ঘুম ভাঙ্গা ভোরে আমাকে দেখে আর কখনও ডুকরে কেঁদো না তুমি,
পারলে তুমিও সাজিও তোমার মনের ঘরে “এক আধুরি সি কাহানি...।


ভালোবেসে যাই

Edit Posted by with 1 comment


ভালোবেসে যাই
প্রিয়াঙ্কা বর্মণ

প্রতিনিয়ত ভালোবেসে যাই তোমাকে
তোমার পারফিউমের গন্ধ,
তোমার প্রিয় ব্ল্যাককফি,
তোমার বেখেয়ালীপনাকে

রোজ ভালোবেসে ফেলি তোমায়
নতুন করে উপলব্ধি করি,
ছুঁয়ে যাই তোমার স্মৃতি,


আবার ভালোবাসবো তোমায়
এবার নাহয় পিছিয়ে এলাম;
ফিরবো আবার

এক বৃষ্টিস্নাত দিনে,
তোমার বুকে আশ্রয় নিয়ে
ভিজবো আবারও...


ভ্যালেন্টাইন বাড়ি আছো?

Edit Posted by with No comments


ভ্যালেন্টাইন বাড়ি আছো?
বিশ্বজিৎ প্রামাণিক

যে বসন্তে ফুল ফোটেনি-
রক্ত দিয়ে রাঙানো হয়েছিল সময়!
যে হেমন্তে গান ভাসেনি-
শ্লোগানে শ্লোগানে শহর ঘিরেছিল হৃদয়!

সেদিনও প্রতিবাদ থামেনি-
ক্ষান্ত হয়নি ব্যস্ত শহরের স্বর।
সেদিনও ভালোবাসা কমেনি-
আজ শহর জুড়ে অদ্ভুত ভয়ের জ্বর!

শহরে ঘিরেছে প্রবল কাঁপুনি-
মৃত স্পাইনালে কমেছে বাজারদর!
কথা দিয়েছিস প্রেয়সী-
চিরবসন্ত নাকি নামবেই জীবনভর!

ভ্যালেন্টাইন আজও ঘরে ফেরেনি!
প্রতীক্ষায় জাগে রাখাল আর মজিবর!
বিপ্লব কী আর সুখের ঘরণী?
নির্বাক বসন্তেই বিপ্লব নামবে শহর ভর!


অন্যরকম উপন্যাস

Edit Posted by with No comments


অন্যরকম উপন্যাস
সায়নী ঘোষ

আমার একলা আকাশে যখন কেবল বর্ষার মেঘমাদলের সমাবেশ .. ঠিক তখনি এক জাদুকরের জাদুকাঠিতে আমি আমার হারানো সব রং ফিরে পেয়েছিলাম আমি .. আলোর উৎস আর  বসন্তের প্রথম কোকিলের ডাক শুনে ভোরসূর্যের হৃদয়ে যে প্রানময়তার উৎক্ষেপণ হয় ঠিক তেমন করেই তোমার কথার ছন্দে আমি আমার বেখেয়ালি জীবনের নৌকোটাকে জীবনের খেয়ালের স্রোতে প্রাণবন্ত করে তুলেছিলাম..
তোমার প্রতিটা হাসিতে জড়িয়ে পড়েছিলাম আমি ..
তোমার প্রতিটা চাউনি তে আমি কেবল আমার স্বপ্নীল ভবিষ্যতের উপন্যাস রচনা করতাম..
প্রতিটা পদক্ষেপে আমি সাজিয়ে নিতাম আমার মাটির পৃথিবীর প্রতিটা হৃৎস্পন্দন..
তোমার প্রথম হাতে করে খাইয়ে দেয়া মুহূর্ত থেকেই আমি তোমার কাছে হারিয়ে গেছিলাম..
তোমার সাথে চলতি পথে হেঁটে যাওয়া বাকের মুখের বিদায় বেলাতেও আমি তোমায় হারিয়ে ফেলার ভয় পেতাম ...
তোমার ছোট ছোট ব্যথা , আর চোখের জল আমার মতো হৃদয়হীনের চোখেও জল এনে দিত..
যখন তুমি প্রশ্ন করতে.." মাত্র এই কদিনের দেখাতে তুই কীভাবে এতোটা মিশে গেছিস!"
আমি বোকার মত উত্তর দিতাম " জানিনা! হয়তো তোমার অপেক্ষাতেই ছিলাম.."
কিন্তু আমায় ক্ষমা করে দিও ... পাসওয়ার্ড হয়ে তুমি বেঁচে আছো কেবল.. সেদিন তোমায় বিসর্জন দিয়ে এসেছি ওই নির্জন নদীর ধারে .. যেখানকার খোলা বাতাসে তুমি আমায় গল্প শোনাতে..আজ সে গল্পে অন্য নায়িকা .. .. আমি হারিয়ে গেছি আবার কোলাহলে .. মেঘলা আকাশ বৃষ্টি খোঁজে মনখারাপের দিনে...
" তুমি সে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালো
হয়তো নতুন ঘরেই বেশি আলো..
নতুন মানুষ আমার চেয়েও ভালো? "


অপেক্ষায় তিন বছর

Edit Posted by with No comments


অপেক্ষায় তিন বছর
প্রশান্ত সরকার (সৌম্য)

তখনও ছিলাম আর এখনও আছি
আচ্ছা আমাদের প্রেম কি মিছে মিছি
তুমি আমার কাছে মরুভূমিতে পাওয়া জল
আর সমুদ্রে পাওয়া অল্প স্থল
তোমার সেই নারঙ্গের মতো ঠোঁট
হয়নি আমার মন এখনও পালট
আমি তোমাকে এখনও চাই
তিন বছর পরেও যেন আমি তোমাকেই পাই
সেই স্থান,যেখানে আমি আর তুমি ছিলাম বসে
তিন বছর পরে সে আমাদের দেখে উঠবে হেসে

আচ্ছা আমি তো আসবো সেখানে
তুমি কি আমায় তখনও রাখবে মনে
তবে তিন বছরের অপেক্ষায়
যদি ফিরে আসি ব্যর্থতায়
তাও কি আমাকে চাইবে
 নাকি জন শূন্যে ছুঁড়ে ফেলে দেবে
তবে আমি থাকবো কেমনে
তুমি সর্বদা বিরাজ করবে আমার মনে।