রেজওয়ান আলী
আমি তো শুধু 'প্রেম' লিখতে চাই, লাল কালিতে
পীড়িতরা কষাঘাত করে চেতনায় নি:শব্দে।
আমি লিখতে চাইনা তাদের নিয়ে, যেসব শিশুর
রাস্তায় ঘর বাড়ি, নোংরা শরীর শীতে কাঁপে,
পথকুকুরের সাথে সখ্যতা, দূরত্ব বাড়ে উচ্ছিষ্টের দখলে।
আমি লিখতে চাইনা সেইসব অসহায় নারীর গল্প
যারা প্রতিরাতে মাতাল স্বামীর কাছে ধর্ষিত হয়
দশবার, ছেড়া শরীর নিয়ে কাঁদে ঘরের কোনে বসে।
আর নিরুপায় হয়ে দোষ দেয় অদৃষ্টকে।
আমি লিখতে চাইনা উত্তপ্ত সময়ের ধরমীয় বিদ্বেষ
যেখানে জ্বালিয়ে দেওয়া হয় কাঁচামানুষ,
পাশবিকতার বিরুদ্ধে মৌন মিছিল, বাতাসে অধরমের ছাই।
যেখানে বৃদ্ধা বিধবা মা ঘরছারা হয় ছেলের দাপটে
কৃষ্ণপক্ষের রাতে, শেষ নি:শ্বাস জানায় বুকে
তুলে এনেছিল আস্তাকুড়ে থেকে, আদরে লালন করেছিল।
কি হবে এই প্রেমহীন পৃথিবীর?
ভাষায় শুধু চকমকির আগুন, ধমকানি, বেসুরে গান,
তাই আমি শুধু 'প্রেম' লিখতে চাই, লাল কালিতে।
সেই প্রেম ঝরে পড়ুক তাদের উপর, ওদের উপর
আর তারপর চুমু খাক।