Feb 25, 2018

নেটফড়িং সংখ্যা ২৫

Edit Posted by with No comments
লিখেছেনঃএনামুল হক, তনিমা দত্ত, বিক্রম শীল, জাহাঙ্গীর হোসেন, শাহিন ইমতিয়াজ, সাহানুর হক এবং আরও অনেকে।
থাকছেঃ ছবি ওভাবনা, হৃদয়ের চিরকুট এবং রান্নাবান্না।






Feb 23, 2018

প্রেমেই মুক্তি (কবিতা) - রেজওয়ান আলী

Edit Posted by with No comments

রেজওয়ান আলী


আমি তো শুধু 'প্রেম' লিখতে চাই, লাল কালিতে

পীড়িতরা কষাঘাত করে চেতনায় নি:শব্দে



আমি লিখতে চাইনা তাদের নিয়ে, যেসব শিশুর

রাস্তায় ঘর বাড়ি, নোংরা শরীর শীতে কাঁপে,

পথকুকুরের সাথে সখ্যতা, দূরত্ব বাড়ে উচ্ছিষ্টের দখলে



আমি লিখতে চাইনা সেইসব অসহায় নারীর গল্প

যারা প্রতিরাতে মাতাল স্বামীর কাছে ধর্ষিত হয়

দশবার, ছেড়া শরীর নিয়ে কাঁদে ঘরের কোনে বসে

আর নিরুপায় হয়ে দোষ দেয় অদৃষ্টকে



আমি লিখতে চাইনা উত্তপ্ত সময়ের ধরমীয় বিদ্বেষ

যেখানে জ্বালিয়ে দেওয়া হয় কাঁচামানুষ,

পাশবিকতার বিরুদ্ধে মৌন মিছিল, বাতাসে অধরমের ছাই

যেখানে বৃদ্ধা বিধবা মা ঘরছারা হয় ছেলের দাপটে

কৃষ্ণপক্ষের রাতে, শেষ নি:শ্বাস জানায় বুকে

তুলে এনেছিল আস্তাকুড়ে থেকে, আদরে লালন করেছিল



কি হবে এই প্রেমহীন পৃথিবীর?

ভাষায় শুধু চকমকির আগুন, ধমকানি, বেসুরে গান,

তাই আমি শুধু 'প্রেম' লিখতে চাই, লাল কালিতে

সেই প্রেম ঝরে পড়ুক তাদের উপর, ওদের উপর

আর তারপর চুমু খাক

ক্ষুদ্র (কবিতা)- উজ্জ্বল বর্মন

Edit Posted by with No comments
উজ্জ্বল বর্মন


আমি একজন তুচ্ছ মাত্র

এই বটবৃক্ষ মাঝে,
আমাকে একেবারে তুচ্ছ ভেবোনা
এই বৃহৎ সমাজে ।।
হামাগুড়ি দিয়ে আমি
চলেছি সামনে এগিয়ে,
অনেক দূর যেতে হবে
থাকবো না আর পিছিয়ে ।।
ছোট ছোট কাজ দিয়ে
রেখে যাবো পরিচয়,
আগামীরা অনুসরণ করবে তাই
ভাবিনা এটাই নিঃশ্চয় ।।
ছোট বড় সকলকে নিয়ে
 আমাদের এই পরিবেশ,
ক্ষুদ্রের মাঝেই প্রতিফলিত হবে
ঘটবে বৃহৎ এর উন্মেশ ।।
ছোটকে কেউ ভেবোনা ছোট
ক্ষুদ্রের মাঝেই বৃহৎ,
এই ছোটরাই গড়ে তুলবে একদিন
 ভবিষ্যৎ জগৎ

মুক্তি (কবিতা)-ছবি ধর

Edit Posted by with No comments
ছবি ধর 

মুক্তি আঁকতে  চেয়েছিলাম
নক্ষত্রের সীমানা আঁকতে চেয়ে পেয়েছি অক্ষমতা  ,
জোনাকির আলোয়  ছুঁয়ে পেয়েছি  আত্মবেদন,
দহনের আলোয় পার করেছি
অনেক রাত l

অন্তরলোকে  চলছে ভাঙাগড়া  ,
অদৃশ্য  তানপুরায় বেজে চলেছে -
আরোহন অবরোহন



আজও ভালোবাসি (কবিতা)-সুবিনয় বিশ্বাস

Edit Posted by with No comments
সুবিনয় বিশ্বাস
 

আমি, তুমি দুজনে মিলে বৃষ্টিতে আজ ভিজি,

সঙ্গী আমার হবে নাকি? বল শুধু রাজি

ইচ্ছে ছিল তোমার হাতের স্পর্শ পাব আজ,

মুখে বুঝি ফুটে উঠলো লজ্জাপাতার লাজ?

 রেশমি চুড়ি হাতে থাকবে আর চুলে বেলি ফুল,

তোমায় আমি চিনতে ,বেশি করিনি তো ভুল

মিষ্টি তোমার মুখের হাসি, মিষ্টি ব্যবহার,

এই জিনিসটি কারো কাছে পাইনি আগে আর

লিখতে লিখতে চোখের কোনায় জমে গেল জল,

 আমার ভালবাসার কি এটাই হল ফল?

মনের কষ্ট মনে রেখে আজ বসে আছি,

তোমায় আমি আজও কিন্তু খুব ভালবাসি



(কবিতা) বসন্ত ফিরিয়ে দে-জাহাঙ্গীর হোসেন

Edit Posted by with No comments
জাহাঙ্গীর হোসেন


বসন্ত আমার দ্বারে

বসন্তের হাওয়া আমায় নাড়ে

আমি কিভাবে বোঝাই তারে

আমি যে তোর আপন কেউ নারে

তাই তো তুই আমাকে ছেড়ে যাবি মাত্র দুটি মাস পরে

দেখ তোর হাওয়ায় আমার মনটা উঠেছে নড়ে

বল তুই কোন মুখে আমায় যাবি ছেড়ে

তোকে ছাড়া আমি অসহায় যে রে

যদি যেতেই হয় তাহলে কেন তুই আমার মনটা নিলি কেড়ে

 দেড়ে আমায় দেড়ে

আমার সেই পুরনো দিন গুলো ফিরে

তুই চলে যাবি যা কিন্তু আমার দিনগুলো ফিরিয়ে দে নারে


পোঁড়া বাঁশি (কবিতা)-সাহানুর হক

Edit Posted by with No comments
সাহানুর হক
 
ভোরের শেষে সূর্য্যিমামা যেই না ঊঁকি দেয়

মায়ের ডাকে ছোট্ট সোনার দিন যে শুরু হয়

খুব যতনে মা যে তাঁকে ভালোবাসার মায়ায়

সারা জীবন ধরে রাখে সুখ আঁচলের ছায়ায়

নিজের কথা ভাবতে বললে দেখি শেষের বেলায়

মায়ের নাকি পেট ভরেছে ছোট্ট সোনার খেলায়

এই জগতে বেঁচে থাকার যত কষ্ট যাতনা

পিতা হারানো ছেলেকে মা বুঝতে দিল না

মায়ের দুঃখে সুখ কুঁড়িয়ে সে যখন বড় হল

বুঝল না তাঁর প্রতিচ্ছবি মায়ের কষ্টে ছিল

ছেলে আজকে বলে ওমা বড় হতে চাই

তুমি আমায় বললে আমি শহরেতে যাই

মা কোনোদিন ছেলের কথা ফেলতে পারে না

তাই তো তাঁকে পাঠায় শহর বুঝতে পেল না

দিনে দিনে দিন ফুঁরালো ছেলে আজ মোর কোথায়

নিরীহ মা যে কেঁদে মরে ছেলে হারানোর ব্যাথায়

ষ্টেশনের চৌকাঠিতে সকাল সাঁঝের বেলায়

কেউ কি জানো ছেলে আমার কোন শহরের মেলায়

কুঁড়েঘরে ক্ষত মায়ের সেসব কষ্ট যাতনা

শহরের ওই অট্টালিকার ছেলে বুঝল না

দিন ফুঁরিয়ে মাস গড়ায় তবু মায়ের মন

ছেলে বুঝি ফিরে এল ভাবছে প্রতীক্ষণ

এই জনমে সেই মায়ের ওই পোঁড়া বাঁশির ডাকে

ছেলে যে আর ফিরবে না তাঁর কে বোঝাবে তাঁকে ???

(এক দুঃখী মায়ের বেদনা কে উদ্দেশ্য করে)

Feb 17, 2018

নেটফড়িং সংখ্যা ২৪

Edit Posted by with No comments
লিখেছেনঃ সাহানুর হক, লিপি সাহা, শাহিন ইমতিয়াজ, ছবি ধর, জাহাঙ্গীর হোসেন, সুবিনয় বিশ্বাস, রেজোয়ান আলি, উজ্জ্বল বর্মণ।

থাকছেঃ ছবি ও ভাবনা, হৃদয়ের চিরকুট এবং রান্না-বান্না।


Download 
 




Feb 11, 2018

নেটফড়িং সংখ্যা ২৩

Edit Posted by with No comments

লিখেছেনঃ লিজা প্রামাণিক, কৃষ্ণেন্দু কুমার নাগ, লিপি সাহা, সাহানুর হক, শাহীন ইমতিয়াজ, জাহাঙ্গীর হোসেন, প্রসেনজিৎ রায়, অতীশ দাস।

থাকছেঃ ছবি ও ভাবনা, হৃদয়ের চিরকুট, ছোটদের পাতা এবং রান্না-বান্না।





Feb 4, 2018

নেটফড়িং সংখ্যা ২২

Edit Posted by with No comments

লিখেছেনঃ ঋতিকা সেন, কৃষ্ণেন্দু কুমার নাগ, প্রিয়াঙ্কা বর্মণ, আরিফ উজ জামান, সাহানুর হক, সৌগত রাণা কবিয়াল, শাহিন ইমতিয়াজ।

থাকছেঃ ছবি ও ভাবনা, হৃদয়ের চিরকুট, ছোটদের পাতা এবং রান্নাবান্না।