Feb 23, 2018

ক্ষুদ্র (কবিতা)- উজ্জ্বল বর্মন

Edit Posted by with No comments
উজ্জ্বল বর্মন


আমি একজন তুচ্ছ মাত্র

এই বটবৃক্ষ মাঝে,
আমাকে একেবারে তুচ্ছ ভেবোনা
এই বৃহৎ সমাজে ।।
হামাগুড়ি দিয়ে আমি
চলেছি সামনে এগিয়ে,
অনেক দূর যেতে হবে
থাকবো না আর পিছিয়ে ।।
ছোট ছোট কাজ দিয়ে
রেখে যাবো পরিচয়,
আগামীরা অনুসরণ করবে তাই
ভাবিনা এটাই নিঃশ্চয় ।।
ছোট বড় সকলকে নিয়ে
 আমাদের এই পরিবেশ,
ক্ষুদ্রের মাঝেই প্রতিফলিত হবে
ঘটবে বৃহৎ এর উন্মেশ ।।
ছোটকে কেউ ভেবোনা ছোট
ক্ষুদ্রের মাঝেই বৃহৎ,
এই ছোটরাই গড়ে তুলবে একদিন
 ভবিষ্যৎ জগৎ

0 comments:

Post a Comment