2 comments:

  1. "হটাৎ যদি কখনো"
    -----অর্ণব বণিক

    আচ্ছা...ধরো হটাৎ যদি আমি হারিয়ে যাই...
    যদি শোনো কোনো অজানা পথে গিয়েছি
    হারিয়ে।
    কিংবা কোনো কঠিন ব্যাধি গ্রাস করেছে আমায়,
    মনে কি হবে তখন...হারিয়েছ কিছু?
    আলোর পথে এগোতে গিয়ে,
    চাইবে কি ফিরে আঁধারে ঢাকা স্মৃতির পানে?
    মনে কি পড়বে কভূ এই পাগলাটে মানুষটাকে?
    হয়তো বা...পড়বে না।
    এই পৃথিবীর বুকে হয়তো হারিয়ে যাবে আমার ছাপ।
    সত্যিই...হারিয়ে যাব।
    ক্ষতির চেয়ে হয়তো লাভই বোধহয় হবে বেশি,
    হয়তো কিছু মানুষ বলবে...'যাক আপদ বিদেয়
    হয়েছে।'
    মানছি....কিছু মানুষ হয়তো সত্যি কাঁদবে,
    ফেলবে চোখের জল।
    ক্লান্ত এই জীবন পথে হয়তো,
    এতটুকুই সম্বল।
    বিদায়...হয়তো অন্য বেশে,অন্যভাবে ফিরবো আবার।
    তখন,পারবে কি চিনতে আমায়?

    ReplyDelete