নেটফড়িং ও কল্পতরু প্রকাশনীর তরফ থেকে প্রথম উদ্যোগ হিসেবে কিশোর ও উদীয়মান কবি শুভাশীষ গোস্বামী-এর একটি কাব্য সংকলন প্রকাশ করা হলো.
শুভাশীষ গোস্বামী
জন্ম- ১১। ১২। ২০০১ সালে,
হুগলী জেলার গোস্বামী মালিপাড়া গ্রামে ।
শিক্ষা – প্রথমে গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয়ে
পরে দ্বারবাসিনী কুমার রাজেন্দ্র উচ্চ বিদ্যালয়ে ,
বর্তমানে দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্র ।
ছোট থেকই সাহিত্যের প্রতি ভালোবাসা।
ও তার প্রথম লেখা ছাপা হয় স্কুল ম্যাগাজিনে ২০১৮ সালে।
ইতিমধ্যেই অক্ষর সংলাপ, শব্দসাঁকো, কলম পত্রিকা,
কবিতা কুটির , ৯ নম্বর সাহিত্য পাড়া লেন
পথচলা ও আরও বিভিন্ন পত্র পত্রিকায় লিখেছেন ,
তার সম্পাদিত পত্রিকা – হিয়ার কথা, ও প্রকাশিত বই স্নিগ্ধবন্যা ।
অবসর সময়ে কবি বই পড়তে ও লিখতে ভালোবাসেন ।
0 comments:
Post a Comment