Feb 5, 2020

মরীচিকার পিছনে

Edit Posted by with No comments


মরীচিকার পিছনে
হুমায়ূন কবীর

রাত দুপ্রহর হবে
তখনো আমি জেগে আছি তোমার কথা ভেবে
দূর থেকে ভেসে আসা মেঠো শেয়ালের
কান্নার সাথী হয়ে
বিরহ বিগলিত হৃদয়ে!
পাশের ঘরে লেপের তলায়
আরামে নাক ডাকে বড় ভাই,
আর আমি শুধু নিদ্রাহীন চোখে অবিরত
ভাবি তোমার কথা... ভীষ্মের মতো
বিরহ বিছানায়
তীব্র যাতনায়
করি এদিক-ওদিক......

ভাবি তোমার ভালোবাসা পেতে
মরীচিকার পিছনে ছুটেছি মরুতে!
টিকটিকিটা ডেকে ওঠে...
ঠিক, ঠিক, ঠিক !


0 comments:

Post a Comment