সাপ্তাহিক সংস্কৃত সুভাষিতমালা
সংকলনকর্তা ও ব্যাখ্যাতা - ব্যতিক্রম
নিবেদনে - সংস্কৃত ভারতী, দক্ষিণবঙ্গ
सुभाषितम् -
सत्येन धार्यते पृथ्वी सत्येन तपते रविः।
सत्येन वायवो वान्ति सर्वं सत्ये प्रतिष्ठितम्।।
সুভাষিতম্ -
সত্যেন ধার্যতে পৃথ্বী সত্যেন তপতে রবিঃ।
সত্যেন বায়বো বান্তি সর্বং সত্যে প্রতিষ্ঠিতম্।।
সন্ধিবিযুক্ত পাঠ-
সত্যেন ধার্যতে পৃথ্বী সত্যেন তপতে রবিঃ।
সত্যেন বায়বঃ বান্তি সর্বং সত্যে প্রতিষ্ঠিতম্।।
সরলার্থ -
সত্যের শক্তি পৃথিবীকে ধারণ করে, সত্যের শক্তি সূর্যকে উত্তপ্ত করে।
সত্যের শক্তি বাতাসকে প্রবাহিত করে, সবকিছু সত্যের উপরই প্রতিষ্ঠিত।
নিগূঢ়ার্থ -
সৃষ্টির আদিকাল হতে বিদ্যমান, সত্য
ও অসত্য। সত্যের দ্বারা ঘটে কিছু পবিত্র ঘটনা
ও অসত্যের দ্বারা সাধিত হয় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। সর্বদাই সত্যের দ্বারা চালিত হয়
সভ্যতা, আর অসত্যের দ্বারা অধঃপতন লক্ষ্য করা যায়। আর এই সত্যের জন্যই তো অদ্যাবধি
চলমান সমগ্র পৃথিবী তথা জগত সংসার, সত্যের নিমিত্ত আজও উত্তপ্ত সূর্য, সত্যের প্রবল শক্তিতেই প্রবাহিত
হয় বাতাস। বলাই বাহুল্য সত্যের অপার শক্তিতেই দণ্ডায়মান এসব কিছুই।