Jul 28, 2024

সাপ্তাহিক সংস্কৃত সুভাষিতমালা সংকলনকর্তা ও ব্যাখ্যাতা - ব্যতিক্রম নিবেদনে - সংস্কৃত ভারতী, দক্ষিণবঙ্গ

Edit Posted by with No comments

 

সাপ্তাহিক সংস্কৃত সুভাষিতমালা

সংকলনকর্তা ও ব্যাখ্যাতা - ব্যতিক্রম 

নিবেদনে - সংস্কৃত ভারতী, দক্ষিণবঙ্গ

 

सुभाषितम् -

सत्येन धार्यते पृथ्वी सत्येन तपते रविः

सत्येन वायवो वान्ति सर्वं सत्ये प्रतिष्ठितम्।।

 

সুভাষিতম্ -

সত্যেন ধার্যতে পৃথ্বী সত্যেন তপতে রবিঃ।

সত্যেন বায়বো বান্তি সর্বং সত্যে প্রতিষ্ঠিতম্।।

 

সন্ধিবিযুক্ত পাঠ-

সত্যেন ধার্যতে পৃথ্বী সত্যেন তপতে রবিঃ।

সত্যেন বায়বঃ বান্তি সর্বং সত্যে প্রতিষ্ঠিতম্।।

 

সরলার্থ -

সত্যের শক্তি পৃথিবীকে ধারণ করে, সত্যের শক্তি সূর্যকে উত্তপ্ত করে।

সত্যের শক্তি বাতাসকে প্রবাহিত করে, সবকিছু সত্যের উপরই প্রতিষ্ঠিত।

 

নিগূঢ়ার্থ -

 সৃষ্টির আদিকাল হতে বিদ্যমান, সত্য ও অসত্য। সত্যের  দ্বারা ঘটে কিছু পবিত্র ঘটনা ও অসত্যের দ্বারা সাধিত হয় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। সর্বদাই সত্যের দ্বারা চালিত হয় সভ্যতা, আর অসত্যের দ্বারা অধঃপতন লক্ষ্য করা যায়। আর এই সত্যের জন্যই তো অদ্যাবধি চলমান সমগ্র পৃথিবী তথা জগত সংসার, সত্যের নিমিত্ত আজও  উত্তপ্ত সূর্য, সত্যের প্রবল শক্তিতেই প্রবাহিত হয় বাতাস। বলাই বাহুল্য সত্যের অপার শক্তিতেই দণ্ডায়মান এসব কিছুই।


Jul 22, 2024

সংস্কৃত সুভাষিতমালা নিবেদনে - সংস্কৃতভারতী, দক্ষিণবঙ্গ সংকলনকর্তৃ ও ব্যাখ্যার্তৃ - অনন্যা মন্ডল

Edit Posted by with No comments

 


সংস্কৃত সুভাষিতমালা

নিবেদনে - সংস্কৃতভারতী, দক্ষিণবঙ্গ

সংকলনকর্তৃ ও ব্যাখ্যার্তৃ - অনন্যা মন্ডল

 

सुभाषितम् -

साहित्यसंगीतकलाविहीनः साक्षात् पशुः पुच्छविषाणहीनः

तृणं खादन्नपि जीवमानस्तद्भागधेयं परमं पशूनाम्

 

সুভাষিতম্ -

সাহিত্যসঙ্গীতকলাবিহীনঃ সাক্ষাৎ পশুঃ পুচ্ছবিষাণহীনঃ।

তৃণং ন খাদন্নপি জীবমানস্তদ্ভাগধেয়ং পরমং পশূনাম্ ।

 

সন্ধিবিযুক্ত পাঠ - 

সাহিত্যসঙ্গীতকলাবিহীনঃ সাক্ষাৎ পশুঃ পুচ্ছবিষাণহীনঃ।

তৃণম্ ন খাদন্ অপি জীবমানঃ তৎ ভাগধেয়ম্ পরমম্ পশূনাম্ ।।

 

সরলার্থ -

আনন্দপ্রযোজক কাব্যাদিশাস্ত্র, নৃত্যগীতবাদ্য, চিত্রনাট্য, কলাশাস্ত্র সম্পর্কে জ্ঞানহীন ব্যক্তি লাঙ্গুল ও শৃঙ্গবিহীন মূর্ত্তিমান পশুস্বরূপ।

এরকম পুরুষ তৃণ ভক্ষণ না করেও যে জীবিত থাকে, তা পশুদের পরম সৌভাগ্যের বিষয়।

 

নিগূঢ়ার্থ -

সাহিত্য, সঙ্গীত, কলা, ভাস্কর্য এগুলো এক একটি নান্দনিক শিল্প যা মনুষ্যমনের সুকোমল বৃত্তিসমূহের বিকাশ ঘটায়। বিশ্বপ্রপঞ্চ অখণ্ড আনন্দের ফলশ্রুতি -- "আনন্দ দ্ধ্যেব খল্বিমানি ভূতানি জায়ন্তে "।

 কিন্তু সেই নান্দনিক শিল্পের আনন্দধারার প্রতি যাঁরা শ্রদ্ধাবোধ দেখায না, তাঁরা হস্তপদসংযুক্ত দ্বিপদমনুষ্যাকৃতিসম্পন্ন হলে ও পুচ্ছবিষাণহীন পশু হিসেবে আখ্যায়িত হয়। - জ্ঞানেন হীনাঃ পশুভিঃ সমানাঃ। তাই কবি ভর্তৃহরি বলেছেন, নান্দনিক শিল্পে রুচিহীন মনুষ্যনামধারী এই পশুবৃন্দ তৃণভক্ষণ করে না, এটা চতুষ্পদ প্রাণীদের পরম সৌভাগ্য।


Jul 14, 2024

নেট ফড়িং সংখ্যা - ২৯৮

Edit Posted by with No comments