Jul 22, 2024

সংস্কৃত সুভাষিতমালা নিবেদনে - সংস্কৃতভারতী, দক্ষিণবঙ্গ সংকলনকর্তৃ ও ব্যাখ্যার্তৃ - অনন্যা মন্ডল

Edit Posted by with No comments

 


সংস্কৃত সুভাষিতমালা

নিবেদনে - সংস্কৃতভারতী, দক্ষিণবঙ্গ

সংকলনকর্তৃ ও ব্যাখ্যার্তৃ - অনন্যা মন্ডল

 

सुभाषितम् -

साहित्यसंगीतकलाविहीनः साक्षात् पशुः पुच्छविषाणहीनः

तृणं खादन्नपि जीवमानस्तद्भागधेयं परमं पशूनाम्

 

সুভাষিতম্ -

সাহিত্যসঙ্গীতকলাবিহীনঃ সাক্ষাৎ পশুঃ পুচ্ছবিষাণহীনঃ।

তৃণং ন খাদন্নপি জীবমানস্তদ্ভাগধেয়ং পরমং পশূনাম্ ।

 

সন্ধিবিযুক্ত পাঠ - 

সাহিত্যসঙ্গীতকলাবিহীনঃ সাক্ষাৎ পশুঃ পুচ্ছবিষাণহীনঃ।

তৃণম্ ন খাদন্ অপি জীবমানঃ তৎ ভাগধেয়ম্ পরমম্ পশূনাম্ ।।

 

সরলার্থ -

আনন্দপ্রযোজক কাব্যাদিশাস্ত্র, নৃত্যগীতবাদ্য, চিত্রনাট্য, কলাশাস্ত্র সম্পর্কে জ্ঞানহীন ব্যক্তি লাঙ্গুল ও শৃঙ্গবিহীন মূর্ত্তিমান পশুস্বরূপ।

এরকম পুরুষ তৃণ ভক্ষণ না করেও যে জীবিত থাকে, তা পশুদের পরম সৌভাগ্যের বিষয়।

 

নিগূঢ়ার্থ -

সাহিত্য, সঙ্গীত, কলা, ভাস্কর্য এগুলো এক একটি নান্দনিক শিল্প যা মনুষ্যমনের সুকোমল বৃত্তিসমূহের বিকাশ ঘটায়। বিশ্বপ্রপঞ্চ অখণ্ড আনন্দের ফলশ্রুতি -- "আনন্দ দ্ধ্যেব খল্বিমানি ভূতানি জায়ন্তে "।

 কিন্তু সেই নান্দনিক শিল্পের আনন্দধারার প্রতি যাঁরা শ্রদ্ধাবোধ দেখায না, তাঁরা হস্তপদসংযুক্ত দ্বিপদমনুষ্যাকৃতিসম্পন্ন হলে ও পুচ্ছবিষাণহীন পশু হিসেবে আখ্যায়িত হয়। - জ্ঞানেন হীনাঃ পশুভিঃ সমানাঃ। তাই কবি ভর্তৃহরি বলেছেন, নান্দনিক শিল্পে রুচিহীন মনুষ্যনামধারী এই পশুবৃন্দ তৃণভক্ষণ করে না, এটা চতুষ্পদ প্রাণীদের পরম সৌভাগ্য।


0 comments:

Post a Comment