Jan 30, 2022

নেট ফড়িং সংখ্যা - ২২৭

Edit Posted by with 4 comments

Jan 23, 2022

নেট ফড়িং সংখ্যা - ২২৬

Edit Posted by with No comments

"বীর সুভাষ" - শাশ্বতী সেহানবীশ

Edit Posted by with 1 comment


 

বীর সুভাষ

শাশ্বতী সেহানবীশ

 

জন্মদিনস্য শুভাশয়াঃ নেতাজী সুভাষ চন্দ্র বসু

২৩শে জানুয়ারী প্রভাতে তোমারে প্রণমেষু।

ভারতমাতাকে ভালবেসে করে গেলে আত্মদান

তার বিনিময়ে তোমারে আমার সশ্রদ্ধ প্রণাম।

যুগনায়ক তুমি বীর সুভাষ- যোদ্ধা তুমি-

তোমার মতো বীরের অভাবে আজ ধুকছে এ মাতৃভূমি।

রক্তের বিনিময়ে দিয়েছো স্বাধীনতা

তোমার গুণে তুমি-ই শ্রেষ্ঠ, ধন্য এ মানবিকতা।

সত্য তুমি ধন্য তুমি, তুমি বীর সুভাষ,

যুগে যুগে তারা তোমাকেই চায়, যাদের ঘটছে সর্বনাশ।

তোমার মূল্যবোধে তুমি-ই অনন্য

তোমার আত্মবলিদানে এ দেশ ধন্য।

তোমার মতো বীর আজ অমর

তোমার কর্মে তুমি-ই সাজালে সেনা সমর।

ফিরে এসো নেতাজী ধরো দেশ-ধ্বজা

আমরা সমরে প্রস্তুত, করছি রণ-সজ্জা।

তুমি এসে নেতা হয়ে প্রজ্জ্বলিত করবে দীপ

আজ তোমার জন্মদিনে ভারতবাসী জ্বালবে প্রদীপ।।

Jan 9, 2022

নেট ফড়িং সংখ্যা - ২২৫

Edit Posted by with No comments