বীর সুভাষ
শাশ্বতী সেহানবীশ
জন্মদিনস্য শুভাশয়াঃ নেতাজী সুভাষ
চন্দ্র বসু
২৩শে জানুয়ারী প্রভাতে তোমারে
প্রণমেষু।
ভারতমাতাকে ভালবেসে করে গেলে আত্মদান
তার বিনিময়ে তোমারে আমার সশ্রদ্ধ
প্রণাম।
যুগনায়ক তুমি বীর সুভাষ- যোদ্ধা
তুমি-
তোমার মতো বীরের অভাবে আজ ধুকছে এ
মাতৃভূমি।
রক্তের বিনিময়ে দিয়েছো স্বাধীনতা
তোমার গুণে তুমি-ই শ্রেষ্ঠ, ধন্য এ মানবিকতা।
সত্য তুমি ধন্য তুমি, তুমি বীর সুভাষ,
যুগে যুগে তারা তোমাকেই চায়, যাদের ঘটছে সর্বনাশ।
তোমার মূল্যবোধে তুমি-ই অনন্য
তোমার আত্মবলিদানে এ দেশ ধন্য।
তোমার মতো বীর আজ অমর
তোমার কর্মে তুমি-ই সাজালে সেনা সমর।
ফিরে এসো নেতাজী ধরো দেশ-ধ্বজা
আমরা সমরে প্রস্তুত, করছি রণ-সজ্জা।
তুমি এসে নেতা হয়ে প্রজ্জ্বলিত করবে
দীপ
আজ তোমার জন্মদিনে ভারতবাসী জ্বালবে
প্রদীপ।।
Excellent
ReplyDelete