জাহাঙ্গীর হোসেন
বসন্ত আমার দ্বারে
বসন্তের হাওয়া আমায় নাড়ে
আমি কিভাবে বোঝাই তারে
আমি যে তোর আপন কেউ নারে
তাই তো তুই আমাকে ছেড়ে যাবি মাত্র দুটি মাস পরে
দেখ তোর হাওয়ায় আমার মনটা উঠেছে নড়ে
বল তুই কোন মুখে আমায় যাবি ছেড়ে
তোকে ছাড়া আমি অসহায় যে রে
যদি যেতেই হয় তাহলে কেন তুই আমার মনটা নিলি কেড়ে
দেড়ে আমায় দেড়ে
আমার সেই পুরনো দিন গুলো ফিরে
তুই চলে যাবি যা কিন্তু আমার দিনগুলো ফিরিয়ে দে নারে।
0 comments:
Post a Comment