Feb 23, 2018

(কবিতা) বসন্ত ফিরিয়ে দে-জাহাঙ্গীর হোসেন

Edit Posted by with No comments
জাহাঙ্গীর হোসেন


বসন্ত আমার দ্বারে

বসন্তের হাওয়া আমায় নাড়ে

আমি কিভাবে বোঝাই তারে

আমি যে তোর আপন কেউ নারে

তাই তো তুই আমাকে ছেড়ে যাবি মাত্র দুটি মাস পরে

দেখ তোর হাওয়ায় আমার মনটা উঠেছে নড়ে

বল তুই কোন মুখে আমায় যাবি ছেড়ে

তোকে ছাড়া আমি অসহায় যে রে

যদি যেতেই হয় তাহলে কেন তুই আমার মনটা নিলি কেড়ে

 দেড়ে আমায় দেড়ে

আমার সেই পুরনো দিন গুলো ফিরে

তুই চলে যাবি যা কিন্তু আমার দিনগুলো ফিরিয়ে দে নারে


0 comments:

Post a Comment