সুবিনয় বিশ্বাস
আমি, তুমি দুজনে মিলে বৃষ্টিতে আজ ভিজি,
সঙ্গী
আমার হবে নাকি? বল শুধু রাজি।
ইচ্ছে
ছিল তোমার হাতের স্পর্শ পাব আজ,
মুখে বুঝি
ফুটে উঠলো লজ্জাপাতার লাজ?
রেশমি চুড়ি হাতে থাকবে আর চুলে বেলি ফুল,
তোমায়
আমি চিনতে ,বেশি করিনি তো ভুল।
মিষ্টি
তোমার মুখের হাসি, মিষ্টি ব্যবহার,
এই জিনিসটি
কারো কাছে পাইনি আগে আর।
লিখতে
লিখতে চোখের কোনায় জমে গেল জল,
আমার ভালবাসার কি এটাই হল ফল?
মনের কষ্ট
মনে রেখে আজ বসে আছি,
তোমায়
আমি আজও কিন্তু খুব ভালবাসি।
0 comments:
Post a Comment