অপেক্ষায় তিন বছর
প্রশান্ত সরকার (সৌম্য)
তখনও ছিলাম আর এখনও আছি
আচ্ছা আমাদের প্রেম কি
মিছে মিছি
তুমি আমার কাছে মরুভূমিতে
পাওয়া জল
আর সমুদ্রে পাওয়া অল্প
স্থল
তোমার সেই নারঙ্গের মতো
ঠোঁট
হয়নি আমার মন এখনও পালট
আমি তোমাকে এখনও চাই
তিন বছর পরেও যেন আমি
তোমাকেই পাই
সেই স্থান,যেখানে আমি আর তুমি ছিলাম বসে
তিন বছর পরে সে আমাদের
দেখে উঠবে হেসে
আচ্ছা আমি তো আসবো সেখানে
তুমি কি আমায় তখনও রাখবে
মনে
তবে তিন বছরের অপেক্ষায়
যদি ফিরে আসি ব্যর্থতায়
তাও কি আমাকে চাইবে
নাকি জন শূন্যে ছুঁড়ে ফেলে দেবে
তবে আমি থাকবো কেমনে
তুমি সর্বদা বিরাজ করবে
আমার মনে।
0 comments:
Post a Comment