অন্যরকম উপন্যাস
সায়নী ঘোষ
আমার একলা আকাশে যখন কেবল
বর্ষার মেঘমাদলের সমাবেশ .. ঠিক তখনি এক জাদুকরের জাদুকাঠিতে আমি আমার হারানো সব
রং ফিরে পেয়েছিলাম আমি .. আলোর উৎস আর
বসন্তের প্রথম কোকিলের ডাক শুনে ভোরসূর্যের হৃদয়ে যে প্রানময়তার উৎক্ষেপণ
হয় ঠিক তেমন করেই তোমার কথার ছন্দে আমি আমার বেখেয়ালি জীবনের নৌকোটাকে জীবনের
খেয়ালের স্রোতে প্রাণবন্ত করে তুলেছিলাম..
তোমার প্রতিটা হাসিতে
জড়িয়ে পড়েছিলাম আমি ..
তোমার প্রতিটা চাউনি তে
আমি কেবল আমার স্বপ্নীল ভবিষ্যতের উপন্যাস রচনা করতাম..
প্রতিটা পদক্ষেপে আমি
সাজিয়ে নিতাম আমার মাটির পৃথিবীর প্রতিটা হৃৎস্পন্দন..
তোমার প্রথম হাতে করে
খাইয়ে দেয়া মুহূর্ত থেকেই আমি তোমার কাছে হারিয়ে গেছিলাম..
তোমার সাথে চলতি পথে
হেঁটে যাওয়া বাকের মুখের বিদায় বেলাতেও আমি তোমায় হারিয়ে ফেলার ভয় পেতাম ...
তোমার ছোট ছোট ব্যথা ,
আর চোখের জল আমার মতো হৃদয়হীনের চোখেও জল এনে
দিত..
যখন তুমি প্রশ্ন
করতে.." মাত্র এই কদিনের দেখাতে তুই কীভাবে এতোটা মিশে গেছিস!"
আমি বোকার মত উত্তর দিতাম
" জানিনা! হয়তো তোমার অপেক্ষাতেই ছিলাম.."
কিন্তু আমায় ক্ষমা করে
দিও ... পাসওয়ার্ড হয়ে তুমি বেঁচে আছো কেবল.. সেদিন তোমায় বিসর্জন দিয়ে এসেছি ওই
নির্জন নদীর ধারে .. যেখানকার খোলা বাতাসে তুমি আমায় গল্প শোনাতে..আজ সে গল্পে
অন্য নায়িকা .. .. আমি হারিয়ে গেছি আবার কোলাহলে .. মেঘলা আকাশ বৃষ্টি খোঁজে মনখারাপের
দিনে...
" তুমি সে ঘরে সন্ধ্যা
প্রদীপ জ্বালো
হয়তো নতুন ঘরেই বেশি
আলো..
নতুন মানুষ আমার চেয়েও
ভালো? "
0 comments:
Post a Comment