Feb 14, 2019

ভ্যালেন্টাইন বাড়ি আছো?

Edit Posted by with No comments


ভ্যালেন্টাইন বাড়ি আছো?
বিশ্বজিৎ প্রামাণিক

যে বসন্তে ফুল ফোটেনি-
রক্ত দিয়ে রাঙানো হয়েছিল সময়!
যে হেমন্তে গান ভাসেনি-
শ্লোগানে শ্লোগানে শহর ঘিরেছিল হৃদয়!

সেদিনও প্রতিবাদ থামেনি-
ক্ষান্ত হয়নি ব্যস্ত শহরের স্বর।
সেদিনও ভালোবাসা কমেনি-
আজ শহর জুড়ে অদ্ভুত ভয়ের জ্বর!

শহরে ঘিরেছে প্রবল কাঁপুনি-
মৃত স্পাইনালে কমেছে বাজারদর!
কথা দিয়েছিস প্রেয়সী-
চিরবসন্ত নাকি নামবেই জীবনভর!

ভ্যালেন্টাইন আজও ঘরে ফেরেনি!
প্রতীক্ষায় জাগে রাখাল আর মজিবর!
বিপ্লব কী আর সুখের ঘরণী?
নির্বাক বসন্তেই বিপ্লব নামবে শহর ভর!


0 comments:

Post a Comment