ভালোবেসে যাই
প্রিয়াঙ্কা বর্মণ
প্রতিনিয়ত ভালোবেসে যাই
তোমাকে
তোমার পারফিউমের গন্ধ,
তোমার প্রিয় ব্ল্যাককফি,
তোমার বেখেয়ালীপনাকে
রোজ ভালোবেসে ফেলি তোমায়
নতুন করে উপলব্ধি করি,
ছুঁয়ে যাই তোমার স্মৃতি,
আবার ভালোবাসবো তোমায়
এবার নাহয় পিছিয়ে এলাম;
ফিরবো আবার
এক বৃষ্টিস্নাত দিনে,
তোমার বুকে আশ্রয় নিয়ে
ভিজবো আবারও...
আমি নেট ফড়িং এ লিখতে আগ্রহী।
ReplyDelete--- অমিত কুমার রায়।