Feb 14, 2019

এক আধুরি সি কাহানি

Edit Posted by with No comments


এক আধুরি সি কাহানি
নাহিদা

পশ্চিমের ঝুল বারান্দাটা আজ সাজিয়েছি খুব সুন্দর করে,
যেন তারায় ভরা মেঘের মহল...
কথার ভাঁজে আমি মন লুকিয়ে রাখি,
একলা বিকেলে ওরাও যেন পালাতে চায়।
প্রিয়, তুমি আর রাত জাগো না তাই না?
রাত জেগেই আর হঠাৎ....!!
পড়ন্ত বিকেলে একলা ট্রামের মতো তুমি একলা হেঁটে যাও পাশ দিয়ে,
চোখের কোণে অশ্রু জমে, তুমি আর ফিরে তাকাও না...
জানো প্রিয়, ঈশান কোণে আজ আর মেঘ জমে না, সব মেঘ সেদিন সেই সরোবরের জলে ভাসিয়ে দিয়েছি, ডায়েরী ভর্তি হয় এখন শুধু লাল,নীল কালির আচড়ে,
আর গভীর রাতে আওড়াই "এক আধুরি সি কাহানি"...
আমি স্বপ্ন বুনে চলি প্রিয়, হ্যাঁ তোমার নামেই আজও কত স্বপ্ন দেখি ঘুমের মাঝে,
না...ভয় পেলে তোমার নাম ধরে ডাকতে পারি না আমি,
ঘুম ভেঙ্গে উঠে জানালা খুলে আনমনে কুয়াশা গিলি শুধু,
বোকা কান্না গুলোকে চেপে ধরে দুচোখের আলমারিতে ভাঁজ করে রেখে দেই।
আমার চিলেকোঠা থেকে এখন তোমার বাড়ির ছাদটা স্পষ্ট দেখা যায়,
মাঝে মাঝে রাতের বেলায় শুনতে পাই তোমার শান্ত গলায় "শোন অভ্যাস বলে কিছু হয় না এ পৃথিবীতে...."
কখনও দেখি সন্ধ্যাবেলায় ব্যালকনিতে বসে সুর তোলো গিটারে....,
আমি কাঁচের জানালার ফাঁক দিয়ে দেখি কেবল, আর তোমার সুরে মিথ্যেই বোধহয় তোমাকে খুঁজে চলি।
আচ্ছা প্রিয়....তুমি কোনোদিনও ভেবেছো পোড়ামুখী কে নিয়ে??
কখনও স্বপ্ন দেখেছো আমায় ঘিরে?? বড্ড জানতে ইচ্ছে করে জানো....
রাতের পর রাত জেগে কাটিয়েছো কখনও নির্বাক নিশ্চুপ ঘরে?
নিশুতি রাতে একলা "একবার বল তোর কেউ নেই তোর কেউ নেই..." শুনে ভয়ে কেঁপেছো কখনও?
আর কোনদিনও আমার খবর নিও না প্রিয়,
দুচোখের পাতার আড়ালে আর কোনোদিনও রক্তাভ লাল যেন কেউ না দেখে ফেলে,
ঘুম ভাঙ্গা ভোরে আমাকে দেখে আর কখনও ডুকরে কেঁদো না তুমি,
পারলে তুমিও সাজিও তোমার মনের ঘরে “এক আধুরি সি কাহানি...।


0 comments:

Post a Comment