Feb 22, 2019

আমার সব ভাবনার শেষে

Edit Posted by with No comments


আমার সব ভাবনার শেষে
ধ্রুবজ্যোতি সরকার

আমি দেখেছি তোমায়,
রূপের মাধুরী গাঁথায়,
নীল প্রেমের খাতায়,
হৃদয় চক্ষু দিয়ে দেখেছি তোমায়
তুমি স্বপ্নেরও মাঝে ছিলে,
আকাশমেঘেরও কোলে,
গোলাপ গাছেরও তলে,
তুমি ব্যাকুল নয়নে বসে ছিলে।।
নীল মেঘের খামে,
প্রেমের পত্র দিয়ে,
অন্তরের কাব্য-নদে,
ডেকেছি তোমায় মনের রংধনুতে ।।

অজানা ওই ভোরের পাখি,
সাদা পাতায় আকিবুকি,
ডাকবাক্সে প্রেমের বৃষ্টি,
গুটি পায়ে এগোতে থাকি
শীত শিশির সকালে,
মন হলুদ গোলাপে,
স্বপ্ন ময়ূর পালকে,
থাকো তুমি মনের অন্তপুরে।।
কি জানি  দিন আসবে কবে,
মনের এই স্বপ্ন-রাতে,
কিন্তু রও তুমি মন-নিভৃতে,
আমার সব ভাবনার শেষে।।


0 comments:

Post a Comment