Feb 14, 2019

রুদ্রের প্রেমিকা

Edit Posted by with No comments


রুদ্রের প্রেমিকা
লগ্নজিতা দাশগুপ্ত 

আমি রুদ্রের প্রেমিকা হবো,,,
দুঃখকে জড়িয়ে ধরবো,,,
অপেক্ষাকে গলায় লাগাবো,,,
আমি রুদ্রের প্রেমিকা হবো...
দিনের শেষে ওর তান্ডবরসে শিক্ত
হবো,,,ওই আগুনের উষ্ণতা মনে
লাগাবো,,,আমি রুদ্রের প্রেমিকা হবো...
আমি তোর গায়ের ছাঁইভস্ম হবো...
ওই শ্বশানচারীর আমি শব হবো...
ওহে জোটাধারী আমি তোর
জোটা হবো,,,আমি তোর
প্রেমিকা হবো রুদ্র...
তোর হয়ে নয় বিষটা আমি পান করবো,
নইলে তোর নীলকণ্ঠটা নয় আমার নামে
করে নেবো...
আমি তবুও রুদ্রের প্রেমিকা হবো....


0 comments:

Post a Comment