রুদ্রের প্রেমিকা
লগ্নজিতা দাশগুপ্ত
আমি রুদ্রের প্রেমিকা হবো,,,
দুঃখকে জড়িয়ে ধরবো,,,
অপেক্ষাকে গলায় লাগাবো,,,
আমি রুদ্রের প্রেমিকা
হবো...
দিনের শেষে ওর তান্ডবরসে
শিক্ত
হবো,,,ওই আগুনের উষ্ণতা মনে
লাগাবো,,,আমি রুদ্রের প্রেমিকা হবো...
আমি তোর গায়ের ছাঁইভস্ম
হবো...
ওই শ্বশানচারীর আমি শব
হবো...
ওহে জোটাধারী আমি তোর
জোটা হবো,,,আমি তোর
প্রেমিকা হবো রুদ্র...
তোর হয়ে নয় বিষটা আমি পান
করবো,
নইলে তোর নীলকণ্ঠটা নয়
আমার নামে
করে নেবো...
আমি তবুও রুদ্রের
প্রেমিকা হবো....
0 comments:
Post a Comment