আমি শ্রীকান্ত পাল ।অতি দুঃখের সাথে 'নেট ফড়িং' পেজটিতে অভিযোগ জানাতে বাধ্য হলাম । অন্যান্য বন্ধুদেরও পুরো কমেন্টটা পড়ার পর অভিযোগ জানাতে অনুরোধ করব । আমি আাপনাদের ৭৬ সংখ্যাটা পড়লাম এবং দেখলাম আপনাদের অজান্তেই আপনাদের নেট ফড়িং সংখ্যার কিছু লোক(লেখক বলতে নিজেরই লজ্জা পাচ্ছে) অনৈতিক কাজ করে চলেছে । দীপঙ্কর সাধুখান ও সন্দীপ সামন্ত এই দুই ব্যাক্তি আমার লেখা দুটি কবিতা খুবই অসৎভাবে ঝেপে নিজেদের নামে নেট ফড়িং -৭৬ এ ছাপিয়েছে , যদিও কবিতার নামগুলো বদলে দিয়েছে । সন্দীপ সামন্তের ঝেপে ছাপানো লেখাটা অনেকদিন আগেই "উড়োচিঠি" পেজে শ্রীকান্ত পালের নামে ছাপানো হয়েছিল । ডিজিটাল ইন্ডিয়ার যুগে এরকম ঝাপাঝাপি হওয়াটা অস্বাভাবিক নয় । সেইদিকে সতর্ক থেকেই আমি কোনোদিনই কোনো কবিতা ফেসবুক টাইমলাইনে পোস্ট করিনি । হোয়াট্স্যাপ এ তো আর অচেনা অজানা ব্যাক্তিরা হোয়াটস্যাপ স্টেটাস দেখবে না এই ভেবে হোয়াট্স্যাপ স্টেটাস এ কবিতা দিতাম । কিন্তু হোয়াট্স্যাপ স্টেটাস থেকেও কবিতা ঝেপে নিজের নামে চালিয়ে দেওয়া যায় এই প্রথম দেখলাম । এখন কী করনীয় আপনারাই ঠিক করুন । অন্যান্য বন্ধুদের আরও একবার অনুরোধ দয়াকরে এই পেজটিতে আপনারাও অভিযোগ জানান ।
nice
ReplyDeleteআমি শ্রীকান্ত পাল ।অতি দুঃখের সাথে 'নেট ফড়িং' পেজটিতে অভিযোগ জানাতে বাধ্য হলাম । অন্যান্য বন্ধুদেরও পুরো কমেন্টটা পড়ার পর অভিযোগ জানাতে অনুরোধ করব । আমি আাপনাদের ৭৬ সংখ্যাটা পড়লাম এবং দেখলাম আপনাদের অজান্তেই আপনাদের নেট ফড়িং সংখ্যার কিছু লোক(লেখক বলতে নিজেরই লজ্জা পাচ্ছে) অনৈতিক কাজ করে চলেছে । দীপঙ্কর সাধুখান ও সন্দীপ সামন্ত এই দুই ব্যাক্তি আমার লেখা দুটি কবিতা খুবই অসৎভাবে ঝেপে নিজেদের নামে নেট ফড়িং -৭৬ এ ছাপিয়েছে , যদিও কবিতার নামগুলো বদলে দিয়েছে । সন্দীপ সামন্তের ঝেপে ছাপানো লেখাটা অনেকদিন আগেই "উড়োচিঠি" পেজে শ্রীকান্ত পালের নামে ছাপানো হয়েছিল । ডিজিটাল ইন্ডিয়ার যুগে এরকম ঝাপাঝাপি হওয়াটা অস্বাভাবিক নয় । সেইদিকে সতর্ক থেকেই আমি কোনোদিনই কোনো কবিতা ফেসবুক টাইমলাইনে পোস্ট করিনি । হোয়াট্স্যাপ এ তো আর অচেনা অজানা ব্যাক্তিরা হোয়াটস্যাপ স্টেটাস দেখবে না এই ভেবে হোয়াট্স্যাপ স্টেটাস এ কবিতা দিতাম । কিন্তু হোয়াট্স্যাপ স্টেটাস থেকেও কবিতা ঝেপে নিজের নামে চালিয়ে দেওয়া যায় এই প্রথম দেখলাম । এখন কী করনীয় আপনারাই ঠিক করুন । অন্যান্য বন্ধুদের আরও একবার অনুরোধ দয়াকরে এই পেজটিতে আপনারাও অভিযোগ জানান ।
ReplyDeletehttps://www.facebook.com/ur0chithi/photos/a.1427134070754565/1448580708609901/?type=3&theater
ReplyDelete