লালসার অপমৃত্যু
সৌরদীপ বর্দ্ধন
বহুদিন তোমার মুখ দেখিনি আমি,
বহুদিন ধরে শরীর দেখতে গিয়ে মুখ দেখিনি আমি।
তোমার ডান গালের নিচে থুঁতনি বরাবর তিল টা দেখিনি।
ভেজা খোলা চুল কিংবা আলতা মাখা পা দেখিনি একবারও।
তোমার বুকে হাত বোলাতে গিয়ে কোনোদিনও কাছে টানিনি,
টানলে বুঝতাম তোমার চুল নেমে এসেছে কোমড় অব্দি।
তোমার শরীরে হারিয়ে গিয়েও
বুঝে উঠতে পারিনি কতটা গভীরে গেলে গভীরতায় পৌছানো যায়!
তোমার মুক্ত যোনী আমার কাছে যৌনতা আর রক্তিম কামনা বরাবর
অথচ যা সভ্যতা তৈরী করেছে ছয় হাজার বছর আগে।
আমি তোমার শারীরিক জগতের অধিকর্তা হয়েও তোমায় পাইনি একবারও।
তোমার সভ্যতার বিপ্লব ঘটিয়ে দেবার ক্ষমতা আমার ছিল না,
ওটা সহজাত হলেও সম্ভবপর হত।
আমি বিপ্লবী নই,
আমি চোরা মুখ করে পালিয়ে আসা কাপুরুষ।
আমায় ক্ষমা কোরো ধরিত্রী।
0 comments:
Post a Comment