তুই কি রাগ
করবি
এ এস রহমান
সবার চোঁখ কে
ফাঁকি দিয়ে
যদি আর একবার
তোর হাতটা ধরার
বাহানা খুঁজি
তুই কি রাগ
করবি?
যদি আর
একবার
তোকে পাগলী
বলে ডাকি
তুই কি রাগ
করবি?
বলনা!
সবকিছু জেনে শুনে
যদি অন্ধের
মতো
তোকে আর একবার
ছুঁই,
তুই কি রাগ
করবি?
সব বাসি কথা
ডাস্টবিনে ফেলে
যদি আর একবার
বলি 'ভালোবাসি
'
তুই কি রাগ
করবি?
বলনা!
যদি আর একবার
কাঁধে কাঁধ
রেখে
শেষ ট্রেনের প্রতীক্ষায়
থাকি,
তুই কি রাগ
করবি?
পাওয়া আর না
পাওয়ার অভিধানে
যদি আর একবার বলি ভালোথেকো?
তুই কি রাগ
করবি?
বলনা !
আমার ব্যর্থ
প্রেমের দিব্যি দিলাম তোকে দাঁড়িয়ে
আছি নালিশ
ভুলে গিয়ে
!
0 comments:
Post a Comment