Oct 8, 2018

ব্রিজ

Edit Posted by with No comments


ব্রিজ
অন্তরা দাম

চাকরিটা পেয়ে গেছি তরী, জয়েনিং লেটার নিয়ে তোমার বাবার কাছে আসছি
-সত্যি বলছ ?
-হ্যাঁ গো, আর অপেক্ষা করতে হবে না তোমায়, আর মিনিট দশ, ম্যাডাম দরজা খোলা রেখো
-সত্যিই!! তোমার দেওয়া শাড়ি পড়ে থাকব তাহলে, আর শোননা...
-বলতে হবে না আপনার পছন্দের সাদা গোলাপ বুক পকেটে রয়েছে
-অপেক্ষা করছি তাড়াতাড়ি এসো
মিনিট দশেক পর...
হেডলাইন... ব্যস্ততম বিকেলে শহরের বুকে আবারও ভেঙ্গে পরল উড়ালপুল
(ক্রিং ক্রিং) ফোনটা রিসিভ হল...
-এই তুমি ঠিক আছ, এতক্ষণ ফোন তুলছিলে না কেন ভয়ে আমার...
-আপনি এনার বাড়ি থেকে বলেছেন, আপনারা যত শীঘ্র পারেন হসপিটাল চলে আসুন
-এই কথা বলছ না কেন, দেখ সবসময় মজা করবে না, আমার ভালো লাগছে না, কিগো তাকাচ্ছো না কেন! ওই ওই...
সমগ্ৰ হসপিটাল একজনের কাতর আবেদন শুনতে পারছে শুধু যাকে ডাকছে সে বাদে বুক পকেটে রাখা গোলাপটা আছে ঠিকই তবে রং পাল্টে লাল হয়ে গিয়ে মেয়েটির সিঁথি নীলিয়ে দিয়ে চলে গেছে


0 comments:

Post a Comment