Apr 5, 2021

"আবদারে" - পহেলী পাল

Edit Posted by with 1 comment

 


আবদারে

পহেলী পাল

 

আমি ঠান্ডা চায়ে চুমুক দিয়েও ঠোঁট পুড়িয়ে ফেলতে পারি

যদি তুমি মলম হয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে যাও।

রুক্ষ মরুর বালির মাঝে বান নামিয়ে আনতে পারি

তৃষ্ণাকাতর হয়ে যদি এক বিন্দু জল চাও।

তবে চাইতে হবে শর্ত এটাই, যেমন খুশি যতখানি,

তোমার মনের গোপন কথা যদিও আমি ভালোই জানি

তবু তোমার আবদারে যে সঞ্জীবনী মন্ত্র আছে

তার জন্যে ভীষণ অসম্ভবের মাঝেও স্বপ্ন বাঁচে।

তার জন্যে সব সীমানার তারকাঁটাতে বিঁধতে রাজি

তার জন্যে সব ভুলে প্রেম নতুন করে শিখতে রাজি।

তার জন্যে আমি পারি যা পারে না অনেক জনে

গলা ছেড়ে বলতে সেসব যা থেকে যায় সবার মনে।

মন ভোলাতে বলছি না যে, সময় এলেই বুঝিয়ে দেব

হোক না জীবন এলোমেলো, ঠিক চার হাতে গুছিয়ে নেব।

শুধু তুমি সময় করে লিখো আমায় মনের আশা

নোনতা খামে মিষ্টি চিঠি তোমার হাতের, ভালোবাসা।


লেখিকা- পহেলী পাল

1 comment:

  1. অসম্ভব সুন্দর হয়েছে! সাবলীল ভাষায় প্রকাশ্য আবেগ ফুটে উঠেছে

    ReplyDelete