Nov 4, 2020

"অবসাদ " - দেবপ্রিয়া পাল

Edit Posted by with 1 comment

 


অবসাদ

দেবপ্রিয়া পাল

 

সকাল থেকেই মাথাব‍্যাথাটা বেশ জোরালো পাখির। মোটা ফ্রেমের বাইরে অঙ্ক বইটা ঝাপসা দেখে সে। তারপর কী যেন আপনমনে বিড়বিড় করে ওপর দিকে তাকিয়ে।

যন্ত্রণায় ছটফট করতে করতে সে বিছানায় শুয়ে চাদরটাকে খামচে ধরে থাকে।

বাবা রুমে ঢোকামাত্রই ঝাঁঝিয়ে ওঠে "থাক শুয়েই থাক সারাটাজীবন... কিসসু হবে না আর তোর দ্বারা"

মাও তাতে সায় দিয়েই বলেন "পড়াশোনায় তো বিন্দুমাত্র মন নেই তোর... সারাদিন পাগলের মত কী বিড়বিড় করিস "।

আর পেরে ওঠে না পাখি, সহ‍্য হয় না কথাগুলো, জগতটাকে অস্বস্তিকর দুর্বিষহ বলে মনে হয় তার। চোখের জ্বলন্ত শিখার নীচে কালি পড়েছে বহুকাল, পিঠ ঠেলে কুঁজও বেরিয়েছে, ওজন বেড়ে ৭১, সামনেই JEE-Mains তার...

মেজাজ চরমে পৌছায় এবার কোনোমতে উঠে টেবিল থেকে বইগুলো ছুড়ে ফেলে দেবার জন‍্য। কিন্ত পা বাড়াতেই অজ্ঞান হয়ে পরে যায় সে।

দীর্ঘ ৫ ঘন্টা পর জ্ঞান ফেরে তার কিন্তু অপলক চোখে তাকিয়ে থাকে সে আর কি যেন বিড়বিড় করে। মা-বাবা স্পষ্ট দেখতে পায় তাদের চোখের সামনে আস্ত পাখিটাকে গিলে খাচ্ছে রাক্ষুসে অবসাদ।


1 comment: