সুশান্ত সিং রাজপুত
ইমানুয়েল হক
শুধু নাম তোমার রাজপুত নয়
কর্মে ও আচরণে রাজপুত্র তুমি।
অভিনয়, নৃত্য, কিংবা বিজ্ঞান
লক্ষ-কোটির অনুপ্রেরণা -
নক্ষত্রপুঞ্জের মাঝে উজ্জ্বল
কান্ডারী।
শিখিয়ে গেলে মনে-প্রাণে বাঁচার মানে
!
প্রতিটা হাসির পেছনে লুকিয়ে
এক একটা অশ্রুসমুদ্র !
আপনজনদের শূন্যতা ,
প্রিয়তমার দূরত্বের ব্যবধান-
কর্মজীবনের অসহায়তা !!
মৃদু-অগ্নিতে জ্জ্বলন্ত হৃদয়,
বিরহে বিশ্বকে জানালে বিদায় !!
তবে মরতে দেব না তোমায়,
সিনেমায়-অভিনয়ে-কথায়
আর হৃদয়ছোঁয়া নির্মল হাসিতে
কোটি কোটি অনুরাগীর মনে
চিরকাল তুমি অমর হয়ে রবে !
যেখানেই আছো শান্তিতে থেকো
সর্বকালের সেরা, প্রিয় সুশান্ত !!
0 comments:
Post a Comment