Jun 24, 2020

"পাপি তারা" (স্বপন কুমার রায়)

Edit Posted by with No comments


পাপি তারা
স্বপন কুমার রায়

আজ বড়ো একা লাগে,
রাতটাও বেশ বড়ো
অন্ধকারের ঘনত্ব আগের চেয়ে অনেকটাই ভারী,
আকাশে যে কয়টা তারা দেখে অনুপ্রেরনা পেয়েছিলাম।
সে গুলো যে পাপি তারা বুঝতে একটুও অসুবিধা হচ্ছে না ;
বর্ণমালা সাজিয়ে মায়ের অব্যক্ত কথা গুলো বলতে চেয়েছিলাম,
আজ মায়ের চোখে জল !
বলা হল না-
বর্ণমালা ঠিকরে বের হওয়া শব্দে ডিনামাইট ফাটানোর
আওয়াজ,
নতুন সূর্য্যের অপেক্ষায় থাকা বৃথা।
ভোর হতে না হতেই নতুন সূর্য্যের গর্ভপাত,
রক্তে ভেজা মায়ের আভরন ;
আমি দুহাতে অন্ধকার ঠেলে দেখি একসঙ্গে অজস্র কালো হাত ধেয়ে আমার দিকে,
আমি সখ্যতা করি শামুকের সাথে,
বেঁচে যাই পাপি তারা হয়ে।

0 comments:

Post a Comment