"তুই-আমি" (সৌগত রাণা কবিয়াল) Edit Posted by নেট ফড়িং with No comments তুই-আমি সৌগত রাণা কবিয়াল আমার বুকে তোর হাজার নখের আঁচড়, আজকাল সাদা সাদা শুকনো মরে যাওয়া নদীর মতো দেখতে লাগে, আচ্ছা, তুই কি সেই আগের মতোই আজ অন্য কাওকে ভালোবাসিস ? তার বুকটা যে আজকাল দেখতে ভীষণ ইচ্ছে জাগে ! Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
0 comments:
Post a Comment