Jun 22, 2020

পুরুষ- (তমালিকা গাঙ্গুলী)

Edit Posted by with No comments


পুরুষ
তমালিকা গাঙ্গুলী

সব পুরুষেরা সমান হয় না।
হাতে গোনা কয়েকটা পুরুষের কিছু ভুল এর জন্যে;
আমরা নির্ভয়ে কটুক্তি করি সেই "জাত"কে।
আমাদের সৃস্টিতে যাদের সমান অবদান,
ভুলে যাই সেই মানুষগুলোকে,
যারা সম্পর্কে আমাদের সন্মান, পিছুটান, কর্তব্য।
সত্যি কি এর দায় আমরা এরাতে পারি?
বাস্তবটা হল এড়িয়েই তো যাই,
৯মাস গর্ভে ধারণ করে,
যেমন আমরা মেয়ে রা, "মা" হই।
তেমনি আঙুল ধরে হাটতে শিখিয়ে
একজন ছেলেও "বাবা" হয়।
কই তবু ওদের নিয়ে তো কবিতা লেখা হয় না !
আসলে যেই শব্দ গুলো চোখ দিয়ে অনুভব করি,
সেগুলো দিয়ে নারীসত্বা বিচার হয়।
আর যেই শব্দেরা লুকিয়ে থাকে আন্তরিক শ্রদ্ধায়।
তা দিয়ে রোজ লেখা হয় "পুরুষ" নামক কবিতা।

0 comments:

Post a Comment