চুম্বক
মিষ্টু ঘোষ
সুখ সুখ কষ্টের শিকার হতে হতে মনে উই পোকার ঢিবি তৈরী হয়েছে,
হেমন্তের রেশ কেটে গিয়ে রাতে শীতের চাদর মুড়ি দিয়ে সকালের শিশির চুমু খায়
ঘাসের বুক,
দাম্ভিক সূর্যের অহংকার ফিকে হয়েছে কুয়াশার আড়ালে,
সুদীপ্ত নরম ব্ল্যাঙ্কেট ছেড়ে কোনদিন শীত অনুভব করেনি,করতে চায়নি,
খেয়া রোজ ভোরে শিশির দেখে,গানের রেয়াজ সেড়ে ছাঁদে গিয়ে ভোরের আলো মাখে গায়ে।
এই সাদামাটা মেয়েটা ঠিক সুদীপ্ত র বিপরীত।
পছন্দ,স্বভাব কিছুই মেলে না তাদের।
তবুও চুম্বকের মতো আকর্ষণ তীব্র তাদের।
Good
ReplyDelete