হে রবীন্দ্রনাথ
চুমকি
দাস
তোমায়
নিয়ে পড়ি যখন-
হে রবীন্দ্রনাথ।
বুঝতে
পারি খুবই স্বল্প,
বেশিটা
বুঝিনা আজও।
হয়তো
কিছুর - এমন মানে করি বসি,
যা তুমি
লিখতে চাওনি কভু।
কিন্তু
যাহা বুঝতে পারি-
মনে
হয় প্রতিক্ষণে,
এ যেনো
আমার মনের কথা;
আমারই
মতন প্রতি মানবের কথা।
জানি
না কবে আসবে সেদিন,
জানব
তোমায় আমি যেদিন।
তোমায়
জানা শেষ করলে তবেই,
এ বিশ্ব
জানার হবে ইতি।
লেখিকা- চুমকি
দাস
0 comments:
Post a Comment