রবির আলোয়
সায়রী লাহা
সারা পৃথিবী জুড়ে জীবন-মরনের সংগ্রাম করছে যারা,
মহামারীকে হাসতে হাসতে হার মানাচ্ছে তারা,
মৃত্যু ভয় তুচ্ছ করে লড়ছে যারা,বুকে সাহস অদ্ভুদ।
তারাই তো,হ্যাঁ তারাই তো " নতুন
যৌবনের দূত "।
বহুদিন যাবৎ গৃহবন্দী মানুষ গুলো বলছে,
"দেখা হয় নাই চক্ষু
মেলিয়া,ঘর হতে শুধু দুই পা ফেলিয়া।
একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু।"
তারা প্রকৃতির গুরুত্ব বুঝেছে,একই ধরিত্রীর সন্তান
তারা নয় মুসলিম কিবা হিন্দু।
দূরের থেকে শব্দ ভেসে আসে কানে কানে করা যেন বলছে,
"চির নূতনেরে দিল ডাক
পঁচিশে বৈশাখ.."
ঠিক সেই মুহূর্তে যেন,
সারা পৃথিবী আনন্দে মেতে উঠেছে উৎসবে,
ভেসেছে
সবাই ভুলেছে সকল বারণ।
আকাশ জুড়ে উদিত হয়েছে " নবীন প্রভাতের নবারুণ। "
রবির আলোয় সমস্থ অন্ধকার মুছে গেছে,
বসুন্ধরা শান্ত হয়ে বলছে বাউল গান ধরবে এসো..
কবিকে প্রণাম জানাচ্ছে একদল নবীন শিল্পী,
নুপুরের তালে বেজে উঠেছে " এসো হে বৈশাখ এসো এসো...."
লেখিকা- সায়রী লাহা
Thanks to Bikram and the entire team of Net Foring💐
ReplyDelete