একুশে ফেব্রুয়ারী
পার্থ দেব
শহীদ বীরের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,
শহীদ বীরের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,
শুকিয়ে গেছে লাল দাগ,কিসের ছিলো হানাহানি!
মাতৃভাষা নাই বা থাকতো,জানিতো ইংরেজী ভারী,
বাংলা কবিতা,গল্প জেনে কিবা পাবো আহামরি !
বাংলা বলতে লজ্জা পাই,স্ট্যাটাস ভীষণ হাই।
হাই হিলে আর বিদেশি মদে ইংলিশ খুব চাই।
২১এর সোঅফেমোদের বাংলা প্রাণের ভাষা,
বাকি দিনে এই মিডিয়ামে উবেছে ভরসা।
মাতৃভাষা লাঞ্ছিত তাই প্রিয় মাও মুখ লুকায়,
জননী বঙ্গভূমি বলে,"বাঙালি ধিক তোকে হায়"।
মাতৃভাষা আজকাল শুধু ২১এই পায় ঘ্রাণ,
তোমরা কি সত্যিই এতে পাওনা "মাতৃ"ক্রোড়ের ঘ্রাণ?
0 comments:
Post a Comment