Feb 21, 2020

কবিতা - একুশে ফেব্রুয়ারী

Edit Posted by with No comments

একুশে ফেব্রুয়ারী
পার্থ দেব
শহীদ বীরের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,
শুকিয়ে গেছে লাল দাগ,কিসের ছিলো হানাহানি!
মাতৃভাষা নাই বা থাকতো,জানিতো ইংরেজী ভারী,
বাংলা কবিতা,গল্প জেনে কিবা পাবো আহামরি !
বাংলা বলতে লজ্জা পাই,স্ট‍্যাটাস ভীষণ হাই।
হাই হিলে আর বিদেশি মদে ইংলিশ খুব চাই।
২১এর সোঅফেমোদের বাংলা প্রাণের ভাষা,
বাকি দিনে এই মিডিয়ামে উবেছে ভরসা।
মাতৃভাষা লাঞ্ছিত তাই প্রিয় মাও মুখ লুকায়,
জননী বঙ্গভূমি বলে,"বাঙালি ধিক তোকে হায়"।
মাতৃভাষা আজকাল শুধু ২১এই পায় ঘ্রাণ,
তোমরা কি সত্যিই এতে পাওনা "মাতৃ"ক্রোড়ের ঘ্রাণ?

0 comments:

Post a Comment