অমর একুশে
রেক্সোনা পারভীন
রক্তের স্রোতে ভেসেছিল রাজপথ,
তবুও এনেছো তোমরা জয়।
মৃত্যুকে বরণ করতে তোমরা করোনিত ভয়।
জয়ের পতাকা উড়েছিল সেদিন,
সন্তানের বুকের পাঁজর ভেঙ্গে।
আজ সে ভাষা বন্দী হয়েছে,
ইংরেজী পুঁথির আদলে।
তাইতো আজও
বাংলা মায়ের ক্রন্দন ছুটে আসে।
মাতৃভাষার আবেগ যদি,
হয়গো কোথাও বলি,
রুখে দাড়াব, যতই চলুক গুলি।
0 comments:
Post a Comment