Feb 21, 2020

কবিতা - অমর একুশে

Edit Posted by with No comments

অমর একুশে
রেক্সোনা পারভীন

রক্তের স্রোতে ভেসেছিল রাজপথ,
তবুও এনেছো তোমরা জয়।
মৃত্যুকে বরণ করতে তোমরা করোনিত ভয়।
জয়ের পতাকা উড়েছিল সেদিন,
সন্তানের বুকের পাঁজর ভেঙ্গে।
আজ সে ভাষা বন্দী হয়েছে,
ইংরেজী পুঁথির আদলে।
তাইতো আজও
বাংলা মায়ের ক্রন্দন ছুটে আসে।
মাতৃভাষার আবেগ যদি,
হয়গো কোথাও বলি,
রুখে দাড়াব, যতই চলুক গুলি।

0 comments:

Post a Comment