একুশে সুন্দর
চিরঞ্জিৎ বৈরাগী
বিচারের ধারায় প্রহসন
ভাঙা অক্ষরের চাদরে স্মরণীয় দিন
রাত ফুরালেই রঙিন চশমা
কুঁড়ির ঘাড়ে বিষাক্ত তকমা।
মেকী ভদ্রতায় সুনাম
বিদেশী রঙে মেলে ধরে পেখম্
সঙ সেজে বাঙলার প্রাণ
বুক ভরায় বিদেশী চরণ।
হাড়ে হাড়ে বিশ্বাস
স্টীলের চঞ্চুতে বাৎসরিক নিশ্বাস
স্বপ্নের উড়ানে যাযাবর
একটাই দিন একুশে সুন্দর!
0 comments:
Post a Comment