Feb 21, 2020

কবিতা - একুশে সুন্দর

Edit Posted by with No comments

একুশে সুন্দর
চিরঞ্জিৎ বৈরাগী

বিচারের ধারায় প্রহসন
ভাঙা অক্ষরের চাদরে স্মরণীয় দিন
রাত ফুরালেই রঙিন চশমা
কুঁড়ির ঘাড়ে বিষাক্ত তকমা।

মেকী ভদ্রতায় সুনাম
বিদেশী রঙে মেলে ধরে পেখম্
সঙ সেজে বাঙলার প্রাণ
বুক ভরায় বিদেশী চরণ।

হাড়ে হাড়ে বিশ্বাস
স্টীলের চঞ্চুতে বাৎসরিক নিশ্বাস
স্বপ্নের উড়ানে যাযাবর
একটাই দিন একুশে সুন্দর!

0 comments:

Post a Comment