হে একুশ
শাকিলা খাতুন
চারিদিকে রক্তের স্রোত
হাজার মায়ের কান্না;
অনেক তরুণ ভবিষ্যৎ মুখে প্রতি বাদের ঝর্না
আমাদেরই ভাষা, আমাদের অধিকার কেন দিচ্ছে না?
এই প্রশ্নে দিয়ে দিল প্রাণ ছিনিয়ে নিল ভাষা।
শুরু হয়ে গেল ভাষা আন্দোলন, রক্তের খেলা_
নিস্পাপ তরুণরা সঁপে দিল প্রাণ হল ভাষা আন্দোলন কারি।
রফিক,সালাম, সফিকুর,আর একুশে ফেব্রুয়ারি;
দিয়ে দিল সোনার প্রাণ,আনলো ভাষার তরী
বাঙালির মুখে হাসি ফুটিয়ে বিদায় নিলেন তারা''
উপহার স্বরূপ দিয়ে গেল বিস্তির্ণ বাংলা ভাষা
:
Wowwww lovely..... Khub valo likhecho..carry on
ReplyDelete