নারী কথা
ডালিয়া ঘোষ
বেশ তো ছিলাম নিজের মত....আমার বাড়ি , আমার আকাশ ....
ঘুড়ির মতো উড়ে বেড়াতাম
হালকা
রোদে গা ভাসাতাম
একদিন সুতোর জোরে, গেলাম কাটা
উড়তে
উড়তে বহুদূরে.....হাওয়া তখন উঠল জোরে
ঠেকলাম
গিয়ে নির্জন এক প্রান্তে
চারিদিকে উচুঁ উচুঁ করে গড়া সৌধ
চেনা মুখগুলি আর দেখা যায় না
খুঁজেছি কত রাত ...ছুটেছি কত দিন ....এ প্রান্ত থেকে ওপ্রান্তে
ছুটতে ছুটতে ক্লান্ত শরীর , ভেজা ঘাম.....কোথাও বা বালি মাখা ...মোরোবালি
তারপর সব সয়ে গেল....হয়তো একলা চলার অভ্যাস
এমনি করেই এক সুবর্ণ অধ্যায়ের সমাপ্তি
দিন রাত এসে মিসে যায় ভোরবেলায়
আমার পুতুল খেলার ঘরখানা আজ লুপ্তপ্রায়
তবুও যখন সন্ধ্যে গড়ায় ...একলা গিয়ে দাঁড়াই
সবচেয়ে উচুঁ সৌধটির উপর
দেখি আমার বাড়ির রাস্তাটা দেখা যায় কিনা,,
জানি ফিরবার উপায় নেই......
আজ আমি অন্য কারোর ঘর....ফুল সাজিয়ে আলো মাখি
শুধু শান্তনা বলতে একটাই.....ফেরার পথটি চেনা
কিছু পায়ের চিহ্ন ফেলে এসেছিলাম !!!
Darun
ReplyDelete