Mar 8, 2019

হ্যাপি ওমেন্স ডে

Edit Posted by with No comments


হ্যাপি ওমেন্স ডে
শাশ্বত চক্রবর্তী

শহরের গল্প ছুটবে আরো দ্রুতবেগে  চোখের নিমেষে বদলে যাবে পথঘাট , আর ফুরিয়ে আসবে আরও দুটো মুহূর্ত রাস্তার পাশে শুয়ে থাকা ভিখারিটা প্রহর গুনবে বিকেল হওয়ার আর ভাববে অন্য এক জগতের কথা অফিসের data recorder মেসিরোনাল্ডো নিয়ে তর্ক করতে করতে দুপুরের টিফিনবক্স খুলবে আর খানিক চুপ করে বসে থাকবে টিউশন থেকে পালিয়ে বান্ধবীকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার আগে দুবার চিন্তা করবে একটা third year এর ছেলে আরও জোরে পা চালাবে সন্ধ্যেতে স্কুল থেকে ফেরা ক্লাস নাইনের মেয়েটা দিনটাও শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি
আবার একটা ব্যস্ত ভোর হবে ঘড়িতে এলার্ম দিয়ে চারটায় ঘুম থেকে উঠবে হাওড়ার মধুমিতা , আর উনুনের আঁচে রান্না করতে বসবে বরের জন্য সকাল আটটায় স্কুলে যাওয়ার আগে টেক্সাসের রিচার্ড চেঁচাবে , " মা খেতে দাও " ইন্টারভিউ হলে ঢোকার আগে পকেট থেকে মায়ের ফটো বার করে প্রণাম ঠুকে নেবে কোনো এক বেকার গুজরাটি যুবক ভাইফোঁটাতে হাজার টাকা দেওয়ার জন্য দিদির কাছে দরবার করবে নতুন প্রেম করতে শেখা উত্তর দিনাজপুরের সঞ্জয় আর নিজের প্রেমপত্রগুলো বোনের কাছে লুকিয়ে রাখবে কোনো একটা কোলকাতার  ক্লাস ফাইভের ইচড়ে পাকা ছেলে
অন্য কোথাও একটা সাত বছরের বাচ্চা মাকে চিঠি লিখবে , " হ্যাপি ওমেন্স ডে , মা থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন দিস ওয়ার্ল্ড "
মা কিছুই বলবেন না শুধু মুচকি হাসবেন আর বলবেন ," যা , পড়তে বস " কোথাও একফোঁটা চোখের জল গড়িয়ে পড়বে
আর কোথাও একটা রেডিওতে গান বাজবে ,
" হাজার করতালি তোমায় বলে খালি ,
তোমায় নিয়েই গল্প হোক "


0 comments:

Post a Comment