Mar 8, 2019

নারী শক্তি

Edit Posted by with No comments


নারী শক্তি
ভগবতী দাস

নারী তুমি অবলা নও,
তুমি শ্রেষ্ঠ তাঁরা
নারী তুমি তেজস্বী,তুমি মহামায়া
তুমি সেই মুন্ডধারী চামুণ্ডা
তুমি দশভুজা
নারী সে;যে করে প্রাণের সৃষ্টি
শিশুর মনে প্রথম যার প্রথম ছোঁয়া ঘটে,
সে হল নারী
সেই নারী যে দশমাস দশদিন,
করে শত কষ্ট সহ্য!
নারী শক্তি এই ত্রিভুবনের শ্রেষ্ঠ শক্তি!!
যেমন ভাবে মা মহামায়া ঘটিয়েছেন মহিষাসুর নাশ;
ঠিকই যুগে যুগে ঘটবে,
মা মহামায়ার আবির্ভাব
হয়তো অন্য রূপ, অন্য নামে
এভাবেই নারী শক্তি থাকবে
চির অমর হয়ে;এই ত্রিভুবন বিশ্বে!
নারী শক্তি নাম ধরে


0 comments:

Post a Comment