টান
রাজ আরিফ (নূর)
আমি চাই;
নিরুদ্ধ হোক নকল আলো -
নচেৎ ধর, কোন উষ্ণ পাহাড়ি রাতে,
ঢোল পূর্ণিমা ।
অমূর্ত! জানা নেই!
আমি চাই;
ষৎ বাতাস, উওর না হয় পশ্চিম
ঠাণ্ডা উদলা দেহে,
আগুন ছোঁয়ায় যেন -
মেহগনি।
আমি চাই;
শ্রাবণের স্বপ্ন-রাত
একপশলা বৃষ্টি,
কিংবা, মুখচাপা অন্ধকার স্নান।
ভেজা মাটির তীব্র প্রেম।
সলতের আবছা ধোঁয়ায় দোঁয়াত,
কবিতা লাল হয়ে ওঠে আলোয় -
হ্যারিকেনে!
0 comments:
Post a Comment