আমি নারী
পাখির বাসা
আমি নারী
তাই তুমি অস্বচ্ছ কাচের দেওয়ালেও
স্বচ্ছ প্রতিটি প্রতিবিম্বে।
আমি নারী
তাই তুমি বেঁচে আছো আজও
বিশুদ্ধ অক্সিজেনের ঘ্রাণে।
দূষণের বীর্যে অঙ্কুর হয়ে
মহীরুহ তুমি শৌর্যে
কারণ আমি নারী।
আর আমি নারী বলেই
যখন তুমি দিশেহারা
কর্মযোগের ব্যর্থ প্রচেষ্টায়,
পথ কাণ্ডারী হয়ে ধরা দেই
তোমার প্রচেষ্টার সম্মুখে।
তাই তুমি সফলতার শীর্ষে।
তোমার নির্লিপ্ততার আড়ালে
ভালোবাসার যে সবুজ চাদর
তার দানেও আমি,নারী।
যখন তুমি ব্যস্ত ভুলের মাসুলে
কিংবা উদাস জীবন পর্যায়ে
তখনও ভরসা আমি
তোমার নির্ভরতার দন্ডে।
কারন আমি নারী।
তাই গর্বিত, আমি নারী।
0 comments:
Post a Comment