Mar 8, 2019

আমি নারী

Edit Posted by with No comments



আমি নারী
পাখির বাসা

আমি নারী
তাই তুমি অস্বচ্ছ কাচের দেওয়ালেও
স্বচ্ছ প্রতিটি প্রতিবিম্বে
আমি নারী
তাই তুমি বেঁচে আছো আজও
বিশুদ্ধ অক্সিজেনের ঘ্রাণে
দূষণের বীর্যে অঙ্কুর হয়ে
মহীরুহ তুমি শৌর্যে
কারণ আমি নারী
আর আমি নারী বলেই
যখন তুমি দিশেহারা
কর্মযোগের ব্যর্থ প্রচেষ্টায়,
পথ কাণ্ডারী হয়ে ধরা দেই
তোমার প্রচেষ্টার সম্মুখে
তাই তুমি সফলতার শীর্ষে
তোমার নির্লিপ্ততার আড়ালে
ভালোবাসার যে সবুজ চাদর
তার দানেও আমি,নারী
যখন তুমি ব্যস্ত ভুলের মাসুলে
কিংবা উদাস জীবন পর্যায়ে
তখনও ভরসা আমি
তোমার নির্ভরতার দন্ডে
কারন আমি নারী
তাই গর্বিত, আমি নারী


0 comments:

Post a Comment