Mar 25, 2018

নেটফড়িং সংখ্যা ২৯

Edit Posted by with No comments
লিখেছেনঃ শিশির নিয়োগী, জাহাঙ্গীর হোসেন, শাহীন ইমতিয়াজ, সাহানুর হক, প্রসেঞ্জিত রায় এবং আরও অনেকে।

থাকছেঃ ছবি ও ভাবনা, পরমাণু কবিতা, হৃদয়ের চিরকুট, সাঁজ-গোঁজ, নীতিকথা এবং রান্না-বান্না।

Mar 18, 2018

নেট ফড়িং সংখ্যা ২৮

Edit Posted by with No comments
লিখছেনঃস্বপন কুমার রায়, বর্ষা শীল, জাহাঙ্গীর হোসেন, শুভ কর্মকার, ইকবাল এবং অন্যান্য।

থাকছেঃ ছবি ও ভাবনা, পরমাণু কবিতা, হৃদয়ের চিরকুট, সাঁজ-গোজ, নীতিকথা এবং রান্না-বান্না।



Mar 16, 2018

শুধু তুমি (কবিতা) - ইকবাল

Edit Posted by with No comments

ইকবাল

তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে

হয়েছি আমি পূর্ণ ,

তুমি বিহনে এতদিন আমার

হৃদয় ছিল শূন্য ।

শূন্য হৃদয়ের পূর্ণতায় আজ

হয়েছি আমি ধন্য ,

আমার পৃথিবী তাই তো আজ

পেয়েছে তারুণ্য ।

তোমার স্পর্শ আমাকে সাজিয়ে দেয়

নতুন আমি করে ,

অজানা এক স্বপ্ন এসে নিরালায়

আমার হাতটি ধরে ।

জানিনা কি এমন আছে

তোমার এই স্পর্শে ,

তোলপাড় হয় আমার হৃদয়

শুধু তোমার পরশে ।

যে সুধা আমি পান করেছি

তোমায় ভালোবেসে ,

সারাটি জীবন আমায় রেখো তোমার

মায়াবী এই পরশে ।

মৃত (কবিতা) - এ এস রহমান

Edit Posted by with No comments


এ এস রহমান



রক্তের আবেগ নিঃসময় প্রান্তরের খেলায়

দিন ফুরিয়ে গেল দেখতে দেখতে

আঁচলে মুখ ঢেকে কাঁদল গনা-কয়েক স্বজন

ব্যস্ততাকে আজ ছুটি দিলাম ।

থেমে গেল ক্লান্ত জুতো জোড়া

হাত ঘড়িটাও থেমে যাবে ঠিক আমার মতোন করে

জ্বানালার দেওয়াল ঘেঁষে কেউ বসে থাকবে না আর

আমার ঘরে ফেরার অপেক্ষায়

থাকবে না আর কোনও অনামিকার আবদার ।

অ-সমাপ্ত গল্পটা বইয়ের ভাঁজেই থেকে যাবে

পূরণ হবে না আর,

নেই কোনো ফোন কল।

সাঁড়ে-দশটায় ট্রেন ধরার কোনো তাড়া নেই।

অশ্রুর বাষ্পে প্রিয়জনেরাও ভুলে যাবে ধীরে ধীরে।

এখানে রাত অনেক গভীর, শরীর পচা গন্ধে

কেউ কথা বলে না। শান্তি...।

কঠিন মাঠি শুষে নিচ্ছে আমায়

আমি মিলিয়ে যাচ্ছি ক্রমাগত ।

ইতি

           আমি মৃত ।।





দরিদ্র শিশু (কবিতা) - প্রসেনজিৎ রায়

Edit Posted by with No comments
             প্রসেনজিৎ রায়
নগন্য ধরনীতে আজ জাগিছে বছির

ধরাতল পৃথিবীর দারিদ্র অনাচীর।

ধনীদের পদতলে দারিদ্রতা ঠাঁই নাহি

কষ্টে কেঁদে বছির হয়েছে অনীর।

ফুটপাথে ফেলে দেওয়া খাদ্য বস্ত্রে

খুশিতে থাকে উদ্বেল আহমেদে।

কঙ্কালের মতো জরাজীর্ণ চেহারাটি

কালো কুচকুচে ব্যঙ্গ বছির ।

স্বপ্ন, সাধ থাকলেও তার

দারিদ্রতায় মুছে গেছে সব।

হৃদয়ের চিরকুট-২

Edit Posted by with No comments

লিখেছেন- অনুপম মিত্র


আশাকরি সকলে ভালো আছেন। দোলের মরশুম চলছে,

কোকিলের কুহুতান শোনা যাচ্ছে কান পাতলে। বি.ডি.ও এবং নেট ফড়িং এক চমৎকার বসন্ত উৎসব উদযাপন করল এবার। আর গত সপ্তাহে ছিল ফড়িং আড্ডা,আড্ডা দিলাম সকলে মিলে। এর মধ্যেই দেখতে দেখতে সি.বি.এস.সি, মাধ্যমিক পরীক্ষা চলে আসলো। অনেকে এই সংক্রান্ত প্রশ্ন করেছেন, কি করে চাপ মুক্ত ভাবে পরীক্ষা দেওয়া যায়, বেশ কিছু প্রশ্ন এক এক করে কিছু টিপস এর আকারে তুলে ধরলাম।

  # আশাকরি পড়া কমপ্লিট সকলের, রিভিশন দেওয়ার সময় এটা। কোন সমস্যা হলে শিক্ষককের সাহায্য নাও।

পারলে সময় ধরে পরীক্ষা দেও। এতে টাইমিং ভাল হবে।

নিজের ওপর আত্মবিশ্বাস রাখো। তুমিও পারবে।

অযথা ভয় পাবে না। একে আর ৫টা পরীক্ষার মতই ভাবো।

মনঃসংযোগ বাড়াতে প্রাণায়াম করতে পারো।

এই সময় সহজপাচ্য খাবার খাওয়া উচিৎ।

অতিরিক্ত চাপ নেবার দরকার নেই।

পরীক্ষার দিন পরীক্ষা হলে বন্ধুদের সঙ্গে পড়া নিয়ে আলোচনার দরকার নেই।

আর বিশেষ কিছু বলার নেই, নিজের ওপর আস্থা রাখো। মনে রাখবে দৃঢ় আত্মবিশ্বাস অনেক দূর এগিয়ে দেয় কাজের পথে। আর অধ্যাবসায় সফলতার পথের অন্যতম শর্ত। অনেক শুভেচ্ছা রইলো সকল পরীক্ষার্থীর জন্য। পরীক্ষা কেমন হল জানাতে ভুলবে না কিন্তু।

পুরুষতন্ত্র তোমাকে (কবিতা) - রেজওয়ান আলী

Edit Posted by with No comments



রেজওয়ান আলী



মনে মনে খুন করেছি তোমায় কতবার হাজার হাজার

তবু আমারা দিনরাত করি তোমার হাটেই বাজার

তুমি পসরা সাজিয়ে বসো, বালিশ, বিছানা, স্তন, শরীর

হে পুরুষতন্ত্র, আর কতবার পণ্য হবে এ শরীর নারীর

তিলে তিলে গড়েছো সাম্রাজ্য এই মহাদেশে

মানবতায় ছুরি হেনেছো  ভদ্র সাজ, রাজবেশে

তোমার আদেশে বশ গত পুরুষ প্রজন্ম ছিটিয়েছে থুতু নারীর উপরে

সেই ক্ষতের প্রতিবিম্ব ভাসে আমাদের চোখের 'পরে

তুমিতো ঈশ্বর নও! তবে তুমিই কেন শেষ কথা

মোদের ভিতর মায়ের-ও অর্ধেক, বোঝনা কেন তাদের ব্যথা

তুমি স্বৈরাচারী, তুমি ঘৃন্য, তুমি পাপী, শতযুগ ধরে

পুরুষ কে প্রভু করে, নারীকে রেখেছো তার পদানত করে

মাংস লোলুপ দৃষ্টিতে ওই দিয়োনা তো আর শান

ক্ষমা চেয়ে উৎসর্গ করো তাদের একটা প্রেমেরই গান

মনুষত্ব দিয়ে মানুষ বিচার্য শরীর দিয়ে নয়

এইতো সময় প্রমাণ করার, পুরুষ আর পুরুষতন্ত্র এক নয়