ইকবাল
তোমার
ভালোবাসার ছোঁয়া পেয়ে
হয়েছি
আমি পূর্ণ ,
তুমি
বিহনে এতদিন আমার
হৃদয়
ছিল শূন্য ।
শূন্য
হৃদয়ের পূর্ণতায় আজ
হয়েছি
আমি ধন্য ,
আমার
পৃথিবী তাই তো আজ
পেয়েছে
তারুণ্য ।
তোমার
স্পর্শ আমাকে সাজিয়ে দেয়
নতুন
আমি করে ,
অজানা
এক স্বপ্ন এসে নিরালায়
আমার
হাতটি ধরে ।
জানিনা
কি এমন আছে
তোমার
এই স্পর্শে ,
তোলপাড়
হয় আমার হৃদয়
শুধু
তোমার পরশে ।
যে
সুধা আমি পান করেছি
তোমায়
ভালোবেসে ,
সারাটি
জীবন আমায় রেখো তোমার
মায়াবী
এই পরশে ।
0 comments:
Post a Comment