প্রসেনজিৎ রায়
নগন্য ধরনীতে আজ জাগিছে বছির
ধরাতল পৃথিবীর দারিদ্র অনাচীর।
ধনীদের পদতলে দারিদ্রতা ঠাঁই নাহি
কষ্টে কেঁদে বছির হয়েছে অনীর।
ফুটপাথে ফেলে দেওয়া খাদ্য বস্ত্রে
খুশিতে থাকে উদ্বেল আহমেদে।
কঙ্কালের মতো জরাজীর্ণ চেহারাটি
কালো কুচকুচে ব্যঙ্গ বছির ।
স্বপ্ন, সাধ
থাকলেও তার
দারিদ্রতায় মুছে গেছে সব।
0 comments:
Post a Comment