Mar 16, 2018

হৃদয়ের চিরকুট-২

Edit Posted by with No comments

লিখেছেন- অনুপম মিত্র


আশাকরি সকলে ভালো আছেন। দোলের মরশুম চলছে,

কোকিলের কুহুতান শোনা যাচ্ছে কান পাতলে। বি.ডি.ও এবং নেট ফড়িং এক চমৎকার বসন্ত উৎসব উদযাপন করল এবার। আর গত সপ্তাহে ছিল ফড়িং আড্ডা,আড্ডা দিলাম সকলে মিলে। এর মধ্যেই দেখতে দেখতে সি.বি.এস.সি, মাধ্যমিক পরীক্ষা চলে আসলো। অনেকে এই সংক্রান্ত প্রশ্ন করেছেন, কি করে চাপ মুক্ত ভাবে পরীক্ষা দেওয়া যায়, বেশ কিছু প্রশ্ন এক এক করে কিছু টিপস এর আকারে তুলে ধরলাম।

  # আশাকরি পড়া কমপ্লিট সকলের, রিভিশন দেওয়ার সময় এটা। কোন সমস্যা হলে শিক্ষককের সাহায্য নাও।

পারলে সময় ধরে পরীক্ষা দেও। এতে টাইমিং ভাল হবে।

নিজের ওপর আত্মবিশ্বাস রাখো। তুমিও পারবে।

অযথা ভয় পাবে না। একে আর ৫টা পরীক্ষার মতই ভাবো।

মনঃসংযোগ বাড়াতে প্রাণায়াম করতে পারো।

এই সময় সহজপাচ্য খাবার খাওয়া উচিৎ।

অতিরিক্ত চাপ নেবার দরকার নেই।

পরীক্ষার দিন পরীক্ষা হলে বন্ধুদের সঙ্গে পড়া নিয়ে আলোচনার দরকার নেই।

আর বিশেষ কিছু বলার নেই, নিজের ওপর আস্থা রাখো। মনে রাখবে দৃঢ় আত্মবিশ্বাস অনেক দূর এগিয়ে দেয় কাজের পথে। আর অধ্যাবসায় সফলতার পথের অন্যতম শর্ত। অনেক শুভেচ্ছা রইলো সকল পরীক্ষার্থীর জন্য। পরীক্ষা কেমন হল জানাতে ভুলবে না কিন্তু।

0 comments:

Post a Comment