Mar 16, 2018

পুরুষতন্ত্র তোমাকে (কবিতা) - রেজওয়ান আলী

Edit Posted by with No comments



রেজওয়ান আলী



মনে মনে খুন করেছি তোমায় কতবার হাজার হাজার

তবু আমারা দিনরাত করি তোমার হাটেই বাজার

তুমি পসরা সাজিয়ে বসো, বালিশ, বিছানা, স্তন, শরীর

হে পুরুষতন্ত্র, আর কতবার পণ্য হবে এ শরীর নারীর

তিলে তিলে গড়েছো সাম্রাজ্য এই মহাদেশে

মানবতায় ছুরি হেনেছো  ভদ্র সাজ, রাজবেশে

তোমার আদেশে বশ গত পুরুষ প্রজন্ম ছিটিয়েছে থুতু নারীর উপরে

সেই ক্ষতের প্রতিবিম্ব ভাসে আমাদের চোখের 'পরে

তুমিতো ঈশ্বর নও! তবে তুমিই কেন শেষ কথা

মোদের ভিতর মায়ের-ও অর্ধেক, বোঝনা কেন তাদের ব্যথা

তুমি স্বৈরাচারী, তুমি ঘৃন্য, তুমি পাপী, শতযুগ ধরে

পুরুষ কে প্রভু করে, নারীকে রেখেছো তার পদানত করে

মাংস লোলুপ দৃষ্টিতে ওই দিয়োনা তো আর শান

ক্ষমা চেয়ে উৎসর্গ করো তাদের একটা প্রেমেরই গান

মনুষত্ব দিয়ে মানুষ বিচার্য শরীর দিয়ে নয়

এইতো সময় প্রমাণ করার, পুরুষ আর পুরুষতন্ত্র এক নয়




0 comments:

Post a Comment