Sep 5, 2018

প্রাক্তন

Edit Posted by with No comments

প্রাক্তন
নূর আরিফ(রাজ)

আমার প্রথম সাক্ষাৎ!
প্রথম, চেনায় তোমাকে,

ধাঁ করে আসা কোন অলীক  বাতাস
তোমায় চেনায় রোজ,
তোমার অন্তরঙ্গ শব্দ গুলো
তোমায় ভাবায় অবিরত,
সেদিনের সেই পারফিউমের গন্ধ
আজও তোমায় , আমার অন্তিক করে ।

আমার তখন যৌবন কাল
লোকে বলে, তাই নাকি প্রেম পায় !

অতর্কিত, কিছু উটকো স্বপ্ন
কিছুটা ঘন বিবর্ণ বাস্তব,
কালের নিয়মে শেষ হয় সব,
মন খারাপি অঙ্কনীয় টানে!

এরপর, আর হয়নি দেখা
বাসে কিংবা ডাকবাক্সে

বছর খানিক পার হলো,
চিঠি আসে হঠাৎ করে
শিরোনাম টা, বেনামি !

তারপর ব্যস্ত আমি
খুলি নি আর পত্রখানি।
হয়নি দেওয়া উত্তর, তখন !

বিষয়বস্তু জানিনা চিঠির
নাম টাও দেখেছিলাম বেনামি,
হাতের লেখা টা বড্ড চেনা
তবে সে'ই কি আমার প্রাক্তন'ই ।।



0 comments:

Post a Comment