Sep 4, 2018

ব্যর্থ কবির স্ত্রী

Edit Posted by with No comments

ব্যর্থ কবির স্ত্রী
মিষ্টু ঘোষ

শব্দ বিক্রির ধান্দা ছেড়ে,
এবারের মতো একখানা অন্য পেশা বেছে নাও।।
মাঝি হয়ে পারাপার কর,দু একটা দুঃখের গান গাইতে গাইতে,
কিংবা ধূসর মৃতদেহ গুলোকে স্বর্গরথে করে শ্মশান অবধি পৌঁছে দাও
তবু তুমি শব্দ বিক্রির ধান্দা ছেড়ে দাও।।
তোমার কলমের দু ফোটা কালিতে সংসারে আঁচড় কেটেছ শুধু,
হিংসে হয় তোমার বইগুলো কে ,ভীষণ হিংসে ঠিক যেমন সতীন থাকলে হতো,
সেবার মঞ্চে তোমার কবিতা পাঠের পর,অজস্র হাততালি তে মন ভরেছে,শুধু পেট ভরে নি ।।
দায়িত্ব এড়িয়ে গেলেও ভালো কবি হওয়া যায়,
বেকারত্বের দায়ে বন্ধ্যাত্বের তকমা যেদিন ঘুচে যাবে,
জন্ম নিয়ন্ত্রণের পিল খানা হাত থেকে ফেলে দিয়ে যেদিন বাবা ডাক শোনার ইচ্ছে টুকু জাগবে ,
সেদিন আবারও তোমার হাতে তেত্রিশ খানা চুম্বন এঁকে, লেখার চারায় দেব জৈবসার ।।



0 comments:

Post a Comment