কষ্ট বিক্রি
মিষ্টু ঘোষ
জ্যামে আটকে বাবা এসি গাড়ির কাঁচ টা নামাতেই পুতুল দেখল তারই বয়সী একজন ছেলে রাস্তায় বেলুন বিক্রি করছে। পুতুল কৌতুহল নিয়ে বাবাকে জিজ্ঞেস করল 'বাবা ঐ ছেলেটা কি করছে?'
বাবা ঐ ছেলেটিকে ডেকে দুটো বেলুন কিনে পুতুলের হাতে দিয়ে বলল,
'কষ্ট বিক্রি করছে মা। দুমুঠো খাবারের জন্য লড়াই করছে,তোমার মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মায় নি কিনা।'
পুতুল বাবার উত্তর বুঝতে না পেরে বেলুন দুটো নিয়ে খেলতে শুরু করল,
'উফফ্ কি গরম ! এবার গাড়ির কাঁচটা নামাও বাবা'।
0 comments:
Post a Comment