Mar 1, 2018

প্রতিশ্রুতি (কবিতা) - সাহানুর হক

Edit Posted by with No comments


সাহানুর হক


আজ আমাদের দেশে যত রাজনীতি চলছে

সব নেতারাই যেন সাধারণ মানুষদের ছলছে।

যে প্রেরনার আশ্রয়ে তারা আজ রাজপথে

সেই প্রেরনা ভূলে গিয়ে আপন সুখে মাতে।

অতীত এর এই স্বপ্নভাঙা দুরন্ত গতিপথ

কোনো এক দেবদূত এসে করত যদি বধ।

এই দেশেতে ফিরে আসত স্বর্গলোকের হাসি

রাজনীতির এ ছলনাতে থাকত না দাসদাসী।

কেউ বোঝেনা সুখ হারানো মানুষের সব ব্যাথা

সবই যেন ভাবলে লাগে গল্প আর রূপকথা।

জানি আজ এ স্বাধীন দেশে স্বাধীনতার অভাব

সব মানুষের কাছেই আছে এই পরাধীনতার জবাব ।।

0 comments:

Post a Comment